নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সোমবার বিকেলে টিটাগড় টাটা গেটে তৃণমূলের জেলা অফিসে বারাকপুর-দমদম সাংগঠনিক জেলার প্রথম সাংগঠনিক বৈঠক করলেন সাংসদ পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্রাত্য বসু। এছাড়াও ছিলেন জেলার সব বিধায়ক, পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, টাউন ও ব্লক সভাপতিরা।
প্রথম বৈঠকেই জেলা জুড়ে প্রচার কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ জুন থেকে জেলার ১৪টি বিধানসভার প্রত্যেকটিতে আলাদা আলাদা করে কর্মিসভা করার নির্দেশ দিয়েছেন জেলা সভাপতি পার্থ ভৌমিক। ঠিক হয়েছে আমডাঙা থেকে শুরু হবে এই কর্মিসভা এবং শেষ হবে রাজারহাটে। কর্মিসভার জন্য স্থানীয় বিধায়ক ছাড়াও বক্তার তালিকাও তৈরি করা হয়েছে। এক্ষেত্রে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে ভোটার তালিকার উপর। কর্মিসভার সঙ্গে ২১ জুলাইয়ের সভার প্রস্তুতিও শুরু করে দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, এর আগেও ২০২১ সালে বারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি হয়েছিলেন পার্থ ভৌমিক। তারপর তাপস রায় জেলা সভাপতি হন। ২০২৪ সালের ৪ মার্চ তাপস রায় সভাপতি পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন। তখন থেকে ওই পদ শূন্য ছিল। ২০২৫ সালে ফের পার্থ ভৌমিকের উপর আস্থা রেখেছে দল। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। সেই চ্যালেঞ্জ সম্পর্কে পার্থ ভৌমিক বলেন, এই সাংগঠনিক জেলায় ভাটপাড়া ছাড়া সব ক’টি আসন তৃণমূলের দখলে রয়েছে। এবার ভাটপাড়া আসনটিও আমরা ছিনিয়ে আনতে বদ্ধপরিকর। ৪ জুন থেকে বিধানসভা ভিত্তিক ঠাসা কর্মসূচি শুরু হবে। এখন থেকে জেলা অফিসও রোজ খোলা থাকবে বলে তিনি জানান।