• দক্ষিণেশ্বর-হাওড়া ব্রিজেও রেকি জ্যোতির, আইএসআইকে ছবি পাচার পাক চরের, তদন্তে গোয়েন্দারা
    বর্তমান | ২০ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে লাস্যময়ী ট্রাভেল ভ্লগার জ্যোতিরানি মালহোত্রাকে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তার চরবৃত্তির হাতেগরম প্রমাণ এখন গোয়েন্দাদের হাতে। এই তদন্তপর্বেই উঠে এসেছে বাংলার নাম। শুধু কলকাতা নয়, এরাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে ট্রাভেল ভ্লগ করতে দেখা গিয়েছে জ্যোতিকে। দক্ষিণেশ্বর মন্দির, হাওড়া ব্রিজ, বারাকপুর ক্যান্টনমেন্ট, জেটিঘাট, শিয়ালদহ স্টেশনের পাশাপাশি বাগডোগরা বিমানবন্দর, শিলিগুড়ির করোনেশন ব্রিজ, সেভক কালীবাড়ি, সুকনা, হাসিমারা, ভুটান গেটের মতো একাধিক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেই তালিকায়। গোয়েন্দাদের মতে, জ্যোতির এই বঙ্গ সফরগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, সুকনায় রয়েছে ভারতীয় সেনার ৩৩ কোরের সদর দপ্তর। হাসিমারা ভারতীয় বায়ুসেনা ঘাঁটি ও জয়গাঁ ভুটানের প্রবেশদ্বার। চিকেন’স নেক-এর এই গুরুত্বপূর্ণ তিন অংশের পাশাপাশি কলকাতায় রয়েছে সেনার ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর। বারাকপুরে সেনা ছাউনির পাশাপাশি রয়েছে বায়ুসেনা স্টেশনও। বাংলায় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ জায়গাগুলির পাশাপাশি শিয়ালদহ স্টেশন, হাওড়া ব্রিজ ও দক্ষিণেশ্বরের ছবি ও ভিডিও আইএসআই হ্যান্ডলারদের কাছে পাঠানো হয়েছে বলেই অনুমান তদন্তকারীদের একাংশের। ইতিমধ্যে পাক চরের বাংলা সফর নিয়ে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিস। রাজ্যের কোন কোন জায়গায় গিয়ে জ্যোতি কতদিন ছিল, কী কী করেছে, সেই সমস্ত তথ্য জানতে জেলা প্রশাসনের সাহায্য নেওয়া হচ্ছে।

    বাংলায় প্রায় সব জায়গাতেই জ্যোতির সঙ্গী ছিল কয়েকজন স্থানীয় ভ্লগার। সূত্রের খবর, ‘ট্রাভেল উইথ জো’ চ্যানেলে গত বছরের ২৪ মে পোস্ট করা একটি ভিডিও নজরে আসে পুলিসের। দেখা যায়, শিয়ালদহ স্টেশনের বাইরে দাঁড়িয়ে ভ্লগ শ্যুট করছে জ্যোতি। সেখান থেকে সে ট্যাক্সি করে পার্ক সার্কাসে যায় বিরিয়ানি খেতে। এরপর হাওড়া ব্রিজ। সেখানে ভ্লগ বানিয়ে শিয়ালদহে ফেরা। গোটা পর্বে জ্যোতির সঙ্গে ছিল আসানসোলের ইউটিউবার সৌমিত ভট্টাচার্য। শিয়ালদহ স্টেশন থেকে দিল্লি যাওয়ার জন্য দুরন্ত এক্সপ্রেসে ওঠে জ্যোতি। আর সেই যাত্রাপথেই দক্ষিণেশ্বর মন্দির, বালি ব্রিজের ভিডিও তোলে সে। গত বছরের ৩১ আগস্ট পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ভুটান যাওয়ার জন্য বাগডোগরায় এসেছিল জ্যোতি। সঙ্গী তিন ভ্লগার। সুকনা, হাসিমারা, জয়গাঁ হয়ে ভুটান যায় তারা। গত ফেব্রুয়ারিতে ফের কলকাতায় আসে জ্যোতি। মোহিত সিং নামে এক ইউটিউবারের বিয়েতে। সঙ্গে ছিল সৌমিত। কলকাতা ও বারাকপুর ঘুরে শেওড়াফুলি যায় তারা।

    হিসার পুলিস সূত্রে খবর, বাংলার অন্তত ১৫ জন ভ্লগারের সঙ্গে জ্যোতির যোগাযোগের তথ্য মিলেছে। শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডেকে পাঠানো হবে বলে খবর। জ্যোতির সঙ্গে এ রাজ্যের ভ্লগারদের নিয়ে কী ছক কষেছিল আইএসআই, তা জানাই এখন তদন্তকারীদের ‘টপ প্রায়োরিটি’।
  • Link to this news (বর্তমান)