নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, মঙ্গলবার ‘বাংলার বাড়ি’ প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসন সূত্রে খবর, শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে তিনি এই সুবিধা প্রদান করবেন। মে মাসেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন। কেন্দ্রের মোদি সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্যের প্রান্তিক মানুষের স্বার্থে ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেন মমতা। এর মাধ্যমে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয় নবান্ন। মোট ২৮ লক্ষ উপভোক্তা এই সুবিধা পাবেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রথম পর্যায়ে ১২ লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে রাজ্য। তাঁরাই এবার দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন। ইতিমধ্যে ৭ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে অর্থদপ্তর। বাকি ১৬ লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করে চলতি বছরের ডিসেম্বরে টাকা দেওয়ার কথা রয়েছে।