• ৩ রুফটপ কাফের শুনানির জন্য কমিটি গঠন পুরসভার, থাকছেন পুলিস, আবগারি এবং দমকলের প্রতিনিধিও
    বর্তমান | ২০ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টের নির্দেশে রুফটপ রেস্তরাঁ নিয়ে শুনানি করতে কমিটি গঠন করল কলকাতা পুরসভা। কমিটির চেয়ারম্যান করা হয়েছে পুরসভার অতিরিক্ত কমিশনার প্রবালকান্তি মাইতিকে। পুরসভার বিভিন্ন বিভাগের প্রতিনিধি ছাড়াও দমকল, আবগারি এবং পুলিসের প্রতিনিধিত্ব থাকছে কমিটিতে। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে কমিটি গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সম্ভবত চলতি সপ্তাহের মধ্যেই শহরের তিনটি রুফটপ রেস্তরাঁ সংক্রান্ত সমস্যা নিয়ে শুনানি শুরু হবে। তারপর সেই নথি হাইকোর্টে পেশ করবে পুর কর্তৃপক্ষ।

    সাম্প্রতিক একাধিক অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে শহরের রুফটপ রেস্তরাঁগুলি বন্ধের নির্দেশ দেয় কলকাতা পুরসভা। পার্ক স্ট্রিটে একটি রুফটপ কাফের বেআইনি নির্মাণ ভেঙেও দেওয়া হয়। তারপরই আদালতের দ্বারস্থ হয় ওই রেস্তরাঁ কর্তৃপক্ষ। সেই সঙ্গে বন্ধ রাখার নোটিস পাওয়া আরও কয়েকটি রুফটপ রেস্তরাঁ কর্তৃপক্ষও আদালতে মামলা করে। সেই মামলায় হাইকোর্ট কলকাতা পুরসভাকে প্রতিটি রেস্তরাঁ নিয়ে শুনানি করে তার রিপোর্ট জমা করার নির্দেশ দেয়। রেস্তরাঁ চালানোর জন্য পুরসভার বিল্ডিং বিভাগের অনুমোদন রয়েছে কি না, নকশার বাইরে কোনও অবৈধ নির্মাণ হয়েছে কি না, আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা আছে কি না—মূলত এসব বিষয়ই খতিয়ে দেখা হবে শুনানিতে। তাছাড়া, আগুন লাগলে দমকলের ল্যাডার কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় ‘ওপেন স্পেস’ আছে কি না, তাও খতিয়ে দেখবে কমিটি। পুরসভার ট্রেড লাইসেন্স, সম্পত্তি কর থেকে শুরু করে দমকল, আবগারি এবং পুলিসের ছাড়পত্র সংক্রান্ত বিষয়গুলি যাচাই করা হবে। 

    অতিরিক্ত পুর কমিশনার প্রবালকান্তি মাইতির নেতৃত্বাধীন এই কমিটিতে বিল্ডিং বিভাগের ডিজি, সম্পত্তি কর মূল্যায়ন এবং রাজস্ব আদায় বিভাগের দক্ষিণ ও টলি ট্যাক্স ইউনিটের চিফ ম্যানেজার, লাইসেন্স বিভাগের চিফ ম্যানেজার এবং অতিরিক্ত চিফ মিউনিসিপ্যাল ল অফিসারকে রাখা হয়েছে। এছাড়া, কলকাতা পুলিস, দমকল ও আবগারি ডাইরেক্টরেটর একজন করে সদস্যকে কমিটিতে রাখা হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ‘শীঘ্রই শুনানির প্রক্রিয়া শুরু হবে। রেস্তরাঁগুলির সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে।’ পুরসভা সূত্রে খবর, যে তিনটি রুফটপ রেস্তরাঁ আদালতের দ্বারস্থ হয়েছে, সেগুলি ৭, ৮ ও ১০ নম্বর বরো এলাকায় অবস্থিত। তাদের করা মামলার পরিপ্রেক্ষিতেই এই শুনানির আয়োজন করছে কলকাতা পুরসভা। প্রসঙ্গত, সম্প্রতি একাধিক অগ্নিকাণ্ডে দেখা যায়, ছাদের দরজা বন্ধ থাকা বা ছাদে যাওয়ার রাস্তা মালপত্র রাখার কারণে অবরুদ্ধ হয়ে থাকাই একাধিক প্রাণহানির কারণ। তাছাড়া, ছাদ খোলা না থাকলে অগ্নিকাণ্ডের সময় দমকলকর্মীদের কাজ করতে গিয়ে বিস্তর সমস্যায় পড়তে হয়। এসব দিক বিবেচনা করেই পুরসভা শহরের সব রুফটপ রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার মতো কড়া সিদ্ধান্ত নেয়। তখন আদালতের দ্বারস্থ হয় রেস্তরাঁ কর্তৃপক্ষ।
  • Link to this news (বর্তমান)