• ৩২ মামলায় অভিযুক্ত ‘মণ্ডলুয়া’ এখন কাউন্সিলার আরমান মণ্ডল
    বর্তমান | ২০ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড়ের অপরাধ জগতে ‘মণ্ডলুয়া’ নামে পরিচিত। ডাকনাম আরমান মণ্ডল। ভালো নাম মহম্মদ রিয়াজউদ্দিন। টিটাগড় পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার। ছোটবেলা থেকেই যে অপরাধের জগতে হাতে খড়ি, জানে এলাকার সবাই। তাঁর বিরুদ্ধে খুন, দাঙ্গা, হাঙ্গামা, তোলাবাজি ও মাদক আইন সহ ৩২টি মামলা রয়েছে। পুলিসের গাড়িতে বোমা মারার অভিযোগ ছিল এই মণ্ডলুয়ার বিরুদ্ধে। টিটাগড়ের অপরাধ জগত সম্পর্কে ওয়াকিবহালরা জানেন, বি টি রোডের ধারে থানা থেকে মাত্র ২০০ মিটার দূরের বাঁশবাগান এলাকা তাঁর ‘গড়’ বলে পরিচিত। এহেন বাহুবলী আরমান জেলও খেটেছেন বেশ কয়েকবার। 

    ২০২০ সালে তৃণমূলে যোগ দেন আরমান। ২০২১ সালের বিধানসভার ভোটে যখন টিটাগড়ে অনেকেই তৃণমূলের ঝান্ডা ধরতে চাইছিল না, তখন আরমান তাঁর নিজের ওয়ার্ডে সংগঠনকে জোরদার করেছিলেন। পরিশ্রম করেছিলেন বিধানসভায় দলের প্রার্থী রাজ চক্রবর্তীর জন্য। তারই পুরস্কার বাবদ ২০২২ সালের পুর ভোটে তাঁকে জোড়াফুলের প্রার্থী করা হয়। শুধু তিনি নন, তাঁর মতো আরও পাঁচ বাহুবলীকে দলের টিকিট দিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা চালিয়েছিলেন বর্তমান বিধায়ক রাজ চক্রবর্তী। তাঁর কথায়, অন্যায়কে সমর্থন করি না। টিটাগড়কে  অন্য টিটাগড় বানানোর স্বপ্ন দেখছিলাম। আজ তা কিছুটা ধাক্কা খেল। ভালো করতে চেয়েছিলাম, কিন্তু না হলে কী করব! যে যা কর্ম করবে, তার ফল ভোগ করতে হবে। গ্রেপ্তারের পর রাতে টিটাগড় থানায় আরমান মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেন পুলিস কমিশনার অজয় ঠাকুর। দুই শাগরেদ মহম্মদ শাহরুখ ও আরশাদ খানকেও জেরা করেন তিনি।  
  • Link to this news (বর্তমান)