• আন্তর্জাতিক কনভেনশন সেন্টার শিলিগুড়িতেও
    দৈনিক স্টেটসম্যান | ২০ মে ২০২৫
  • উত্তরবঙ্গে ভারী ও ক্ষুদ্র দুই ধরনের শিল্পেই গুরুত্ব দিচ্ছে সরকার, সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত শিল্প সম্মেলন থেকে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের মতো শিলিগুড়িতেও একটি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার তৈরি হতে চলেছে। এর জন্য ১০ একর জমি দেওয়া হচ্ছে। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, জল্পেশ শিবমন্দিরে স্কাইওয়াক, মেয়েদের জন্য বিশ্বমানের রেসিডেন্সিয়াল স্কুল সহ বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রে রাজ্যের বরাদ্দের বিষয়টিও জানিয়েছেন মমতা। এ দিনের সম্মেলন থেকে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন শিল্পপতি হর্ষ নেওটিয়া। আগামী ৫ বছরে এই বিনিয়োগ করা হবে।

    মমতার তিন দিনের উত্তরবঙ্গ সফরের প্রথমদিন সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে শিল্পের উন্নয়নে শিল্প সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে ৮টি জেলা থেকে একাধিক শিল্পপতি ও উদ্যোগপতি উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গের শিল্পায়নে বিকাশ ঘটানোই এই সম্মেলনের মূল লক্ষ্য। এই বৈঠকে মাখনা ভুট্টা প্রক্রিয়াকরণ, ইথানল কারখানা, পর্যটন, চা শিল্পের সম্প্রসারণ, শিল্পতালুক সহ কয়েকহাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। উত্তরবঙ্গে ৮ একর জমিতে তৈরি হচ্ছে শপিংমল।

    মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাগডোগরা বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে ৪ একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার প্রস্তাব রয়েছে। পাশাপাশি বাগডোগরা বিমানবন্দরের পাশে ৪ একর জমিতে হোটেল তৈরির প্রস্তাব আছে। উত্তরায়ণের উল্টো দিকে ১০ একর জমিতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার তৈরি করা হবে। বিভিন্ন সম্মেলন, প্রদর্শনী ও যেকোনও অনুষ্ঠানের জন্য এই স্থান ব্যবহার করা যাবে। এই কনভেনশন সেন্টার উত্তরায়ণকে আরও উন্নত ও আধুনিক করতে সাহায্য করবে। আগামী জুলাইয়ে জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধন হতে পারে। এ জন্য রাজ্যের খরচ হয়েছে ৫০১ কোটি টাকা। মুখ্যমন্ত্রীর কথায়, ‘শিল্পের জন্য রাজ্য সরকারের নিজস্ব জমি ব্যাঙ্ক রয়েছে। প্রচুর দক্ষ শ্রমিকও আছে। ছোটো ছোটো শিল্পে অনেক কর্মসংস্থান হয়। তাই ভারী এবং ক্ষুদ্র দু’ ধরনের শিল্পে আমরা গুরুত্ব দিচ্ছি।’

    মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, উত্তরবঙ্গের মানুষের জন্য গজলডোবা, ভোরের আলো থেকে শুরু করে বেঙ্গল সাফারি হয়েছে। এ সব এলাকায় বেকার ছেলেমেয়েরা কাজ করে জীবনযাপন করছেন। কালিম্পংয়ে আমদানি ও রপ্তানির জন্য শিলিগুড়িতে সিআইআইকে দিয়ে একটি সেন্টার তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কালিম্পংয়ে আমদানি ও রপ্তানিকে সহজভাবে করতে ফ্লিপকার্ট কিংবা অ্যামাজনের মতো সেন্টার তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিষয়টি মুখ্যসচিবকে বুঝে নিতে বলেছেন মুখ্যমন্ত্রী।

    আজ, মঙ্গলবার উত্তরবঙ্গের ৬টি জেলা থেকে দিঘাগামী ৬টি ভলভো বাসের উদ্বোধন হতে চলেছে। এর ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মানুষও সহজেই দিঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে যেতে পারবেন। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ থেকে এ কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ি, মালদহ, কোচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, আলিপুরদুয়ার থেকে প্রতিদিন দিঘার উদ্দেশে রওনা দেবে ভলভো বাসগুলি।

    বাণিজ্য সম্মেলন থেকে এদিন শিল্পপতিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, কোনও কাজ পেলে রাখা যাবে না। দ্রুত কাজ শেষ করতে হবে। মমতার দাবি, দার্জিলিং ঘিঞ্জি হয়ে গিয়েছে। নতুন দার্জিলিং তৈরি নির্দেশ দিয়েছেন তিনি। কালিম্পং ও কার্শিয়াংয়ের উন্নয়নমূলক কাজে জোর দেওয়ার নির্দেশও এসেছে।
    এরপর পাঁচের পৃষ্ঠায়
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)