নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকে। এই অভিযোগ কোনও বিরোধীদের নয়। এই অভিযোগ করছেন শাসক তৃণমূল কংগ্রেসের নেতারাই। অভিযোগ, ভেক্টর বর্ন ডিজিজ় কন্ট্রোল ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে নিজেদের লোক নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে পঞ্চায়েত সমিতির তরফে। তাঁদের এই অভিযোগের পরে ব্লক আধিকারিকদের তরফে প্রার্থীদের ভেরিফিকেশনের প্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। আর এই নিয়েই শোরগোল শুরু হয়েছে কেশপুরে।
কেশপুর ব্লক প্রশাসন সূত্রে খবর, পতঙ্গবাহিত রোগ নির্মূল করা লক্ষ্য নিয়ে সেখানে ৯০ জনকে নিয়োগ করা হবে বলে ঠিক হয়। তাঁরা কেশপুর ব্লকের প্রত্যন্ত এলাকায় গিয়ে ডেঙ্গু-সহ বিভিন্ন পতঙ্গবাহিত রোগ নির্মূল করতে সহায়তা করবেন। এই জন্য ভেক্টর কন্ট্রোল টিম এবং ভেক্টর সার্ভে টিম-এর জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে।
আধিকারিকদের দাবি, ইন্টারভিউয়ের মাধ্যমেই ওই পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। ব্লক প্রশাসনের তরফে ৯০ জন প্রার্থীর নামের তালিকাও প্রকাশ করা হয়েছে।
দলের নেতাদের অভিযোগ
তবে, সেখানকার দলের নেতাদের একাংশের অভিযোগ, এই নিয়োগ নিয়ে দুর্নীতি করা হচ্ছে। অন্যদিকে, পঞ্চায়েত সমিতির তরফে নিজেদের লোক নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে দাবি ব্লক প্রশাসনের একাংশ আধিকারিকের।
প্রশাসন সূত্রে খবর, এই নিয়ে অভিযোগ ওঠার পরে সোমবার কেশপুর ব্লকে বিশেষ বৈঠকও হয়। ওই বৈঠকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের জনপ্রতিনিধিরা ছাড়াও গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধানরা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্বের একাংশ। তৃণমূল কংগ্রেসের এক নেতা বলেন, ‘নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে। এরসঙ্গে ব্লক প্রশাসনের আধিকারিকরা জড়িত রয়েছেন। টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে।’
কী জানিয়েছেন আধিকারিকরা?
তবে দুর্নীতির অভিযোগ মানতে না চাইলেও কেশপুর এলাকার তৃণমূল কংগ্রেস নেতা তথা জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক জানিয়েছেন, সোমবার কর্মী নিয়োগের জন্য ভেরিফিকেশন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। জনপ্রতিনিধিদের সঙ্গে ব্লক প্রশাসনের আধিকারিকদের আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন তিনি।
কেশপুর ব্লকের এক আধিকারিকের দাবি, পঞ্চায়েত সমিতির তরফে নিয়োগের জন্য একটি লিস্ট দিয়ে সেই অনুসারে নিয়োগ করার কথা বলা হচ্ছে । সরকারি নিয়ম অনুসারে যা সম্ভব নয়। কেশপুরের বিডিও কৌশিস রায়ের দাবি, অন্য কোনও কারণে নয়, সার্ভার ডাউন থাকার জন্য, সোমবার ভেরিফিকেশন হয়নি।