জেলা সভাপতি পরিচালিত মডেলের বদলে গুরুত্বপূর্ণ জায়গায় কোর কমিটি ‘কনসেপ্ট’-এই আস্থা রাখছে জোড়াফুল শিবির। এ বার তমলুক পরিচালনাতেও নবরত্ন সভাতেই আস্থা। ২৬-এর আগে তমলুকে তৃণমূলের পুরোনো দিন ফেরাতে দলে সম্প্রতিই করা হয়েছে রদবদল। এ বার ঘোষণা কোর কমিটির।
তমলুকে কোর কমিটির চেয়ারপার্সন পদে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বাকি সদস্যরা হলেন অসীম চট্টোপাধ্যায়, প্রদীপ দে, অসীম মাঝি, শঙ্কর দন্ডপাট, শ্যামল মাইতি, সুদীপ্ত ভক্ত, এসকে আলমগীর এবং আলম জিলানি। একইসঙ্গে কোর কমিটির ঘোষণা দুর্গাপুরেও।
বিস্তারিত আসছে...