মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ছজন গুরুতর জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, একটি গাড়ি সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষের জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে।
উত্তর কলকাতা ও বীরভূমে ইতিমধ্যেই কোর কমিটি গঠন করেছে তৃণমূল। এ বার তমলুকেও কোর কমিটি গঠন করল রাজ্যের শাসক দল।
নদিয়ার করিমপুরে সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাসের সাথে গাড়ির সংঘর্ষে দুজন মহিলা-সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে।
সোমবারই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই সফরের দ্বিতীয় দিন। মঙ্গলবার সেখানে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ডাবগ্রামের ভিডিয়োকন গ্রাউন্ডে আজ আয়োজিত হবে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি। এর পাশাপাশি, আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন।
আইপিএলে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। তবে দুটি দলই এ বারের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। কিন্তু আজ ধোনিদের বিরুদ্ধে সঞ্জু স্যামসনরা দিল্লির মাঠে ঝড় তুলতে পারে কি না সেটাই দেখার।
আজ সুপ্রিম কোর্টে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। গত বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। সে সময় শুনানির দিন পিছিয়ে মঙ্গলবার করা হয়।
দক্ষিণবঙ্গে গোটা সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় কালবৈশাখী হতে পারে। আগামী পাঁচ দিন তাপমাত্রার তেমন কোনও বড়সড় পরিবর্তন নেই। কলকাতায় আজ কোথাও আংশিক আবার কোথাও সম্পূর্ণ মেঘলা আকাশের দেখা মিলবে। দিনের বেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ দিকে উত্তরবঙ্গে মঙ্গলবার ঝড়বৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়।