• বিকেল হতেই জেলায় জেলায় শুরু বৃষ্টি, চলবে কতদিন জানুন ক্লিক করে ...
    আজকাল | ২০ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মিলে গেল পূর্বাভাস। দুপুর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে মেঘের ঘনঘটা। আর সন্ধে নামতেই শুরু হল বৃষ্টি। বৃষ্টির পাশাপাশি অনেক জায়গায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। হাওয়া অফিস জানিয়েছে এমন আবহাওয়া চলতে পারে বৃহস্পতিবার অবধি। 

    বৃহস্পতি অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই ৩০ থেকে ৫০ কিলোমিটার এর মধ্যে প্রতি ঘণ্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। 

    মঙ্গলবার একাধিক জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। দক্ষিণের বেশ কিছু জেলার জন্য দুর্ভোগের কথা জানিয়েছে হাওয়া অফিস।

    তবে মঙ্গলবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বুধ–বৃহস্পতি বৃষ্টির সম্ভাবনা বেশি। 

    এটা ঘটনা, উত্তর ভারত থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। ফলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে সমতলে। আর তারই প্রভাবে পশ্চিমবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে। 

    সোমবার দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভালই বৃষ্টি হয়েছে। আগামী তিন দিন রয়েছে আরও বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। 

     
  • Link to this news (আজকাল)