• সোনার দাম হু হু করে কমছে, এখন কিনলেই লাভবান; রইল আজকের রেট
    আজ তক | ২০ মে ২০২৫
  • সোনা ও রুপোর দামে আবারও পরিবর্তন এসেছে। আপনার শহরে সোনার দাম কত? জেনে নিন। গত কয়েক বছরে মুদ্রাস্ফীতির সময় হোক বা অর্থনৈতিক অস্থিরতার সময়, সোনা সবসময়ই একটি নিরাপদ বিনিয়োগ। গত কয়েক বছরে, সোনা বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। গত ২ মাসে সোনার দাম বেড়েছে, তারপর কমেছে। আজ আবারও ভারতে সোনার দাম সামান্য বেড়েছে। তবে যে হারে দাম বাড়ছিল সে তুলনায় অনেকটাই কম রয়েছে। কলকাতায় কত রয়েছে সোনার দাম?

    আজ কলকাতায় সোনার দাম কত?
    আজ, ২০ মে ২০২৫ মঙ্গলবার কলকাতায় সোনার দাম খানিকটা কমেছে। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৯,৮৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দাম ৯৪,৫৫০ টাকা। ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম ৯৪, ০৫০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি।

    মেকিং চার্জ এবং কর আলাদাভাবে ধার্য করা হয়
    ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশনের জারি করা দামগুলি বিভিন্ন বিশুদ্ধ সোনার দাম সম্পর্কে তথ্য দেয়। এই সমস্ত দাম কর এবং মেকিং চার্জের আগে। IBJA-র দ্বারা জারি করা হার সারা দেশে বৈধ তবে এর দামের সঙ্গে GST অন্তর্ভুক্ত নয়। গয়না কেনার সময়, সোনা বা রুপোর দাম বেশি থাকে কারণ এতে কর অন্তর্ভুক্ত থাকে।

    মিসড কলে সোনা ও রূপার দাম জানুন
    মিসড কলের মাধ্যমেও সোনা ও রুপোর দাম জানতে পারবেন। ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম জানতে ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসড কল দিতে পারেন। অল্প সময়ের মধ্যেই আপনি SMS এর মাধ্যমে হারের তথ্য পেয়ে যাবেন। একই সাথে, অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com-এ গিয়ে সকাল এবং সন্ধেয় সোনার দামের আপডেট জানতে পারবেন।
  • Link to this news (আজ তক)