• ভ্রামরীদেবীর মন্দির সংস্কারের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    বর্তমান | ২০ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া জলপাইগুড়ির বোদাগঞ্জে ভ্রামরীদেবীর মন্দির সংস্কারের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, সোমবার শিলিগুড়িতে বিজনেস সামিটের মঞ্চ থেকে তিনি বলেন, ‘ওই মন্দিরে যাওয়ার রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। মন্দিরটি সংস্কারের ব্যাপারে পর্যটন দপ্তর দেখে নেবে।’ খোদ মুখ্যমন্ত্রী রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত শক্তিপীঠ হিসেবে পরিচিত ভ্রামরীদেবীর মন্দির সংস্কারের কথা দেওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় বলেন, ‘আমার বিধানসভা এলাকায় শিকারপুরে দেবী চৌধুরানির মন্দির রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় সেটি ২০১৮ সালে ক্ষতিগ্রস্ত হওয়ার পর রাজ্যের উদ্যোগে নতুন করে ওই মন্দির তৈরি করে দেওয়া হয়েছে। সৌন্দর্যায়ন করা হয়েছে মন্দির চত্বরের। ভ্রামরীদেবীর মন্দিরে যাতায়াতের জন্য মিলনপল্লি থেকে বোদাগঞ্জ পর্যন্ত রাস্তার কাজও শুরু হয়েছে। ভ্রামরীদেবীর মন্দিরটিকেও কীভাবে আরও সুন্দর করে সাজিয়ে তোলা যায়, সে ব্যাপারে এদিন পর্যটন দপ্তরকে দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী। এতে আমরা দারুণ খুশি।’ভ্রামরীদেবীর মন্দির সংস্কারের ব্যাপারে মুখ্যমন্ত্রী নজর দেওয়ায় আশার আলো দেখছেন জেলার পর্যটন ব্যবসায়ীরাও। তাঁদের মতে, গজলডোবায় ভোরের আলোয় এখন প্রচুর পর্যটক আসেন। ওই পর্যটকদের অনেকে গজলডোবা ঘুরে শিকারপুরে দেবী চৌধুরানির মন্দির ও ভ্রামরীদেবীর মন্দিরে যান। মন্দিরগুলি সেজে উঠলে সেক্ষেত্রে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে। নতুন করে একটি পর্যটন সার্কিটও তৈরি হবে।
  • Link to this news (বর্তমান)