• জলীয়বাষ্প থাকায় দক্ষিণে বাড়বে অস্বস্তি, উত্তরবঙ্গে জারি ভারী বৃষ্টির সতর্কতা
    প্রতিদিন | ২০ মে ২০২৫
  • নিরুফা খাতুন: ঝড়বৃষ্টি শুরু হলেও হাঁসফাঁস করা গরম এখনই পিছু ছাড়ছে না। বরং দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়াই থাকবে। পাশাপাশি আদ্রতাজনিত অস্বস্তিও দেখা যাবে। এমনই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত দিনের পাঁচদিন আগেই, গত ১৩ মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামানসাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে। এরপর মৌসুমি বায়ু উত্তরপূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে।

    দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সেটি দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। এছাড়াও পাঞ্জাব থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশের উপরে বিরাজ করছে। তার জেরে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে ঢুকছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। সকালের দিকে মেঘ থাকলে বেলা বাড়লে রোদের তেজ বাড়বে। গরম ও অস্বস্তিও পাল্লা দিয়ে বাড়বে বলে জানানো হয়েছে। তবে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী হওয়ার সম্ভাবনা থাকছে। আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাসের সম্ভাবনার পূর্বাভাস দেওয়া হয়েছে।

    শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এদিন সকালে কিছুক্ষণের জন্য মনোরম পরিবেশ ছিল। তবে বেলা বাড়তেই রোদের তেজও বাড়তে থাকে। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৮৯ শতাংশ।

    উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উপরের ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। আগামী শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের সব জেলাতেই হবে বলে জানা গিয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা আছে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টির কথা বলা হয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কবার্তাও জারি করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)