• বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে টাকা তোলার কাণ্ড ক্যামেরাবন্দি হতেই হাতজোড় সিভিকের, কড়া পদক্ষেপ পুলিশের
    এই সময় | ২০ মে ২০২৫
  • বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যাতায়াত করা গাড়ি থেকে অবৈধভাবে টাকা তোলার অভিযোগ উঠল এক সিভিক-সহ কর্তব্যরত পুলিশ আধিকারিককে বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন সমাজকর্মী পিঙ্কু মিত্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (যার সত্যতা যাচাই করেনি ‘এই সময় অনলাইন’)। যেখানে দেখা যাচ্ছে, এই অভিযোগ তুলে সিভিক এবং ওই পুলিশ আধিকারিককে তুলোধনা করছেন পিঙ্কু। অন্যদিকে, হাতজোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে ওই সিভিককে। মুখ লোকান ওই পুলিশ আধিকারিকও। এই ভিডিয়ো সামনে আসার পরেই নড়েচড়ে বসে জেলা পুলিশ কর্তৃপক্ষ। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর জানিয়েছেন, ওই সিভিক এবং পুলিশ আধিকারিককে ক্লোজ করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। 

    ঠিক কী অভিযোগ সামনে এসেছে? 

    বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপরে নীরঞ্জন সেন নগর এলাকাতে একটি পণ্যবাহী গাড়ি থেকে সিভিক ভলান্টিয়ারের টাকা নেওয়ার ভিডিয়ো রেকর্ড করেন এই সমাজকর্মী। এর পর গাড়ি থেকে নেমে বরানগর থানার ওই সিভিক ভলান্টিয়ার এবং এক পুলিশ আধিকারিককে এর প্রেক্ষিতে প্রশ্ন করেন তিনি। 

    এই ঘটনায় সিভিক ভলান্টিয়ারকে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায়। মুখ লোকান ওই পুলিশ আধিকারিক। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এর পরেই পুলিশের পদস্থ কর্তারা পদক্ষেপ করেন। ওই সিভিক ভলান্টিয়ার এবং পুলিশ আধিকারিককে ক্লোজ করা হয়েছে এবং শুরু হয়েছে বিভাগীয় তদন্তও। 

  • Link to this news (এই সময়)