• বাস ধর্মঘট রুখতে তৎপর পরিবহণ দপ্তরের কর্তারা
    এই সময় | ২০ মে ২০২৫
  • এই সময়: ভাড়া বৃদ্ধি-সহ একাধিক দাবি পূরণ না হওয়ার প্রতিবাদে চলতি সপ্তাহের বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত বাস ধর্মঘটের কথা ঘোষণা করেছিল বেসরকারি বাসের মালিকদের একাধিক সংগঠন।

    সেই ধর্মঘট রুখতে সোমবার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পরিবহণ দপ্তরের কর্তারা। তবে, সেই বৈঠকে কোনও সমাধান সূত্র বেরোয়নি। আজ, মঙ্গলবার ফের পরিবহণ দপ্তর এবং পুলিশকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন মালিক সংগঠনের প্রতিনিধিরা। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত হবে বলেই দাবি সংগঠনের প্রতিনিধিদের।

    সংগঠনের বক্তব্য, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। সেই অনুপাতে বাসের ভাড়া অনেক কম। ২০১৮–র পরে রাজ্যে বাসের ভাড়া আর বাড়েনি। তা ছাড়া, পরিবেশ দূষণ এড়াতে কলকাতা হাইকোর্ট ১৫ বছরের বেশি বয়সি বাসগুলি চলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

    সেই সঙ্গে বিনা অপরাধে পুলিশের কেস দেওয়ার সংখ্যা বেড়েছে বলেও দাবি সংগঠনের কর্মকর্তাদের। এই পরিস্থিতিতে পাঁচটি বেসরকারি বাস–মিনিবাস সংগঠন তিনদিন ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    এই পাঁচটি সংগঠন হলো—পরিবহণ বাঁচাও কমিটির অন্তর্গত জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস–মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটর্স কো–অর্ডিনেশন কমিটি, ইন্টার অ্যান্ড ইন্টার রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন।

    সংগঠনগুলির দাবি, মেয়াদ উত্তীর্ণ বাসের দু’বছরের সময়সীমা বৃদ্ধি করতে হবে। বাড়াতে হবে ভাড়া। বন্ধ করতে হবে পুলিশের জুলুম। এর আগে একাধিক বার ধর্মঘটে যাওয়ার কথা ঘোষণা করেও পিছিয়েছেন বেসরকারি মালিক সংগঠনের প্রতিনিধিরা।

    এবারেও সেটাই হতে চলেছে?

    জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, বুধবারের মধ্যে সরকার আমাদের দাবি না মানলে ধর্মঘটে যাওয়া ছাড়া আর কোনও রাস্তা নেই।’

  • Link to this news (এই সময়)