সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল সিস্টেমের সমস্যা। তার জেরে মঙ্গলবার সকাল থেকে যাত্রীদের ভোগান্তি। অভিযোগ, সিগন্যাল সিস্টেম ঠিকমতো কাজ না করায় হাওড়া স্টেশনের দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে সকাল থেকে। একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের পরে ছাড়ছে অনেক ট্রেন। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে আটকে যাত্রীরা। গরমে গলদঘর্ম অবস্থা তাঁদের। দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নন ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমে সমস্যা হয়েছে। যত দ্রুত সমস্যার সমাধান করা যায় তারা তার চেষ্টা করছে।
সাঁতরাগাছিতে ইন্টারলকিং ও নন ইন্টারলকিংয়ের কাজের জন্য গত ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত একাধিক ট্রেন বাতিলের ঘোষণা হয়েছিল আগেই। বহু লোকাল ট্রেনও বাতিল করা হয় দফায় দফায়। অনেক ট্রেনের পথও বদল হয়। তবে এত কিছুর লক্ষ্য ছিল, যাত্রীদের সুবিধা। যাত্রীদের আগামিদিনে ভালো পরিষেবা দিতেই রেলের তরফে এই পদক্ষেপ করা হয়।
কিন্তু রবিবার সেই কাজের দিন শেষ হয়ে গেলেও মঙ্গলবার বড় ধাক্কা খায় সিগন্যালিং সিস্টেম। যে হেতু সিংহভাগ ট্রেনের যাত্রাপথ সাঁতরাগাছি হয়ে, ফলে বিপাকে পড়েন যাত্রীরা। হাওড়া মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া মুম্বই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস, হাওড়া ব্যাঙ্গালোর হামসফর এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া সেকেন্দ্রাবাদ ফলুকনামা এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়ে।
বাতিল করা হয় হাওড়া দিঘা কাণ্ডারী এক্সপ্রেস, হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। এতে চরম সমস্যায় পড়েন যাত্রীরা। দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য যাচ্ছিলেন যাঁরা, তাঁদেরও ভোগান্তি চরমে ওঠে। কতক্ষণে তা মিটবে বা আদৌ আজ মিটবে কি না, তা নিয়ে ধন্দ রয়েছে।