উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদে নিয়োগের মামলায় সিঙ্গল বেঞ্চের অন্তর্বতী স্থগিতাদেশের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চও। মঙ্গলবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে এই মামলাটি ওঠে। ডিভিশন বেঞ্চ এ দিন জানিয়ে দেয়, এখনই সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপরে কোনও স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। অর্থাৎ আপাতত কোনও নিয়োগ নয়। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা।
উল্লেখ্য, গত ৭ মে বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চে এই মামলাটি উঠেছিল। সেই সময়েই সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, অতিরিক্ত শূন্যপদে এখনই নতুন করে নিয়োগ নয়। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা।
এ দিন মামলাকারীদের আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত আদালতে সওয়াল করেন, ‘দু’বছর ধরে অপেক্ষায় বসে রয়েছেন চাকরিপ্রার্থীরা।’ মন্ত্রিসভার অনুমতি নিয়েই এই পোস্ট তৈরি হয়েছিল বলে জানান তিনি। যদিও বিচারপতি সৌমেন সেন পাল্টা প্রশ্ন করেন, ‘শেষে যদি দেখা যায় রাজ্য সুপার নিউমেরারি পোস্ট করতেই পারে না, সে ক্ষেত্রে কি স্থগিতাদেশ তুলে লাভ রয়েছে?’
অন্যদিকে, আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য প্রশ্ন করেন, ‘যাঁরা মামলা করেছেন, তাঁরা পাশই করেননি। সেক্ষেত্রে মামলার অর্থ কী?’ উল্লেখ্য, উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগ করতে চেয়ে সুপার নিউমেরারি পদ তৈরি করেছিল রাজ্য।