• মাথায় পড়ল খুন্তির বাড়ি, স্ত্রীর মারে মাথায় ব্যান্ডেজ লাগিয়ে থানায় ছুটলেন স্বামী...
    আজকাল | ২০ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: স্ত্রী-এর মারে মাথা ফেটে গিয়ে থানায় ছুটলেন স্বামী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদার মেহেরানি এলাকায়। জানা গিয়েছে, মেহেরানি এলাকার বাসিন্দা কামাল হোসেন মন্ডল সোমবার রাতে মাথায় ব্যান্ডেজ নিয়ে বাগদা থানায় স্ত্রী রাকিবা মন্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কামালের অভিযোগ, স্ত্রী-এর খুন্তির আঘাতে মাথা ফেটে যায় তাঁর। পরবর্তীতে বাগদা গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে সে স্ত্রী রাকিবা মন্ডলের বিরুদ্ধে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কামাল নামে ওই ব্যক্তি জানান, মায়ের সঙ্গে বনিবনা না থাকার কারণে বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে অন্যত্র ভাড়া থাকতেন তিনি।

    তাঁদের সন্তান একদিনের জন্য তার ঠাকুমার কাছে গিয়েছিল বলে জানা যায়। ঠাকুমার কাছে তাদের সন্তান কেন গিয়েছিল তা নিয়ে দম্পতির মধ্যে ঝগড়া লাগে। সে কারণেই রাগ করে শুয়েছিলন কামালের স্ত্রী। ওই ব্যক্তির অভিযোগ, স্ত্রী-এর পা ধরে ডাকতেই খুন্তি দিয়ে কামালের মাথায় আঘাত করেন রাকিবা। খুন্তির আঘাতে কামালের মাথা ফেটে যায়। কামালের অভিযোগ, শাশুড়ির ইন্ধন পেয়েই রাকিবা তাঁর ওপরে মানসিক নির্যাতন চালিয়েছে। এমনকি, রাকিবা নিজের সন্তানকেও মারধর করে বলে অভিযোগ করেছেন কামাল। তাকে তার ঠাকুমার কাছে যেতে দেওয়া হয় না। কামাল প্রতিবাদ করলে মামলার ভয় দেখানো হয় বলেও অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)