• কেন বাড়ছে না বাসভাড়া? দাবি তুলে রাজ্যে বাস ধর্মঘটের ডাক, চলতি মাসের এই তিনদিন চরম ভোগান্তির আশঙ্কা...
    আজকাল | ২০ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: চলতি সপ্তাহের শেষে বাস ধর্মঘটের ডাক দিল বাস ইউনিয়ন। একাধিক ইস্যুতে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। জানানো হয়েছে, চলতি সপ্তাহের শেষে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার রাজ্যজুড়ে চলবে বাস ধর্মঘট। যে কারণে চরম ভোগান্তির আশঙ্কায় পড়তে হতে পারে যাত্রীদের। শনি-রবি সরকারি অফিস ছুটি থাকলেও শুক্রবার পুরোদমে কাজ চলবে। শনিবার প্রচুর বেসরকারি অফিসও খোলা থাকে।

    সে কারণে নিত্যযাত্রীদেরও সমস্যার মুখে পড়তে হতে পারে। বাস সিন্ডিকেটের জয়েন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমরা চলতি সপ্তাহের শেষে তিনদিন রাজ্যজুড়ে বেসরকারি বাস ধর্মঘটের ডাক দিয়েছি। রাজ্যে বাস চালানো নিয়ে বেশ কিছু ইস্যু রয়েছে। এই সার্বিক বিষয়গুলি নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করছি’। তিনি জানান, গত দেড় বছর ধরে রাজ্য সরকারকে একাধিকবার বলা হয়েছে যে, সুবিধামতো বাস চালানো সম্ভব হচ্ছে না।

    কোভিডের সময় প্রায় আড়াই থেকে তিন হাজার বাস বসে গেছে। ১৫ বছরের বেশি ব্যবহৃত বাসগুলি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হয়েছে সরকারকে। তিনি বলেন, ‘আমরা টোল প্লাজা গুলিতে বাসের জন্য ছাড়ের কথাও অনুরোধ করেছি। এক একটা গাড়িতে প্রায় ৫০০ থেকে ১০০০ টাকা প্রতিদিন খরচ হয়। তার মধ্যে গত আট বছর রাজ্যে বাস ভাড়া বাড়েনি। কোনওটারই সমাধান না হওয়ায় আমরা শেষ পর্যন্ত ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয়েছি’।
  • Link to this news (আজকাল)