• কলকাতা পুলিশের কনস্টেবল পা রাখলেন মাউন্ট এভারেস্টে, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রীও...
    আজকাল | ২০ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করলেন কলকাতা পুলিশ কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। এক অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন তিনি। জানা গিয়েছে, লক্ষ্মীকান্ত মণ্ডল রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের সদস্য। তিনি তেনজিং শেরপা (গেলবা)-এর সঙ্গে এভারেস্ট জয় করেছেন এদিন। সোমবার শুধুমাত্র লক্ষ্মীকান্তই নন, ইতিহাস সৃষ্টি করেছেন আরও এক ভারতীয় গীতা সামোতা।

    তিনি এদিন এভারেস্ট শীর্ষে পৌঁছেছেন লাকপা শেরপার সঙ্গে। তাঁদের সঙ্গে ছিলেন নেপালের ছোজিন আংমোও। প্রথম দৃষ্টিহীন মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছেন তিনি। পশ্চিমবঙ্গ পুলিশের সদস্যের এই অসাধারণ সাফল্য উদযাপন করতে কলকাতা পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানিয়েছেন ওই কর্মীকে। লক্ষ্মীকান্ত এভারেস্ট-অভিযানে রওনা দিয়েছিলেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। জানা গিয়েছে, বর্তমানে লক্ষ্মীকান্ত মণ্ডল কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে নিযুক্ত রয়েছেন। 

    কলকাতা পুলিশের পোস্টে লেখা হয়েছে, ‘তিনজনের অদম্য সাহস এবং সংকল্পকে আমরা কুর্নিশ জানাই। আর আমাদের লক্ষ্মীকান্তের জন্য বিশেষ অভিনন্দন জানাই। তিনি যেন আরও অনেক শৃঙ্গ জয় করেন এই কামনা রইল’। কলকাতা পুলিশের কনস্টেবলকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গ পুলিশের সশস্ত্র বাহিনীর সদস্য শ্রদ্ধেয় লক্ষ্মীকান্ত মণ্ডল আজ সকাল সাড়ে আটটা নাগাদ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। এই অসাধারণ কৃতিত্বের জন্য তাঁকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন’।
  • Link to this news (আজকাল)