মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের পরই আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী
বর্তমান | ২০ মে ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের পরই এবার আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, আগামী ২৯মে আলিপুরদুয়ার জেলা সদরের প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক বৈঠক ও দলীয় সভা করবেন প্রধানমন্ত্রী। তার আগে আজ, মঙ্গলবার সাংসদ মনোজ টিগ্গা, বিজেপির জেলা সভাপতি মিঠু দাস এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। এছাড়া প্রধানমন্ত্রীর সভার আয়োজনের বিষয় নিয়ে এলাকার পার্টি অফিসে একটি বৈঠকও করে বিজেপির জেলা নেতৃত্ব। বিষয়টি নিয়ে সাংসদ মনোজ টিগ্গা ও দীপক বর্মন বলেন, আগামী ২৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশাসনিক বৈঠক ও দলীয় সভায় যোগ দিতেই আলিপুরদুয়ারে আসছেন।