গাইসালে শিলিগুড়ি-মালদহগামী ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্ক
বর্তমান | ২০ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের গাইসালে ট্রেনের ইঞ্জিনে আগুন। আজ, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ গাইসাল স্টেশন ছেড়ে যাওয়ার সময় হঠাৎই আগুন লেগে যায় শিলিগুড়ি-মালদহগামী ডিইএমইউ-র ইঞ্জিনে। ব্যাপক হইচই পড়ে যায়। তড়িঘড়ি ট্রেন থেকে সমস্ত যাত্রীদের নামিয়ে ফেলা হয়। শুরু হয় আগুন নেভানোর কাজ। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টায় ডিইএমইউ-র ইঞ্জিনের আগুন আয়ত্তে আনেন তাঁরা। ঘটনায় প্রাথমিক খোঁজখবরের পর এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, এদিন দুপুর ১টা ৫৫ মিনিট নাগাদ গাইসাল স্টেশন পার হওয়ার সময় মালদহগামী ডিইএমইউ-র ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তখনই ট্রেন থামিয়ে রেলকর্মীদের উদ্যোগে যাত্রীদের নামিয়ে আনা হয়। তাঁদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর আগুন নেভানোর কাজ শুরু হয়। দমকল কর্মীরা কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণেই ডিইএমইউয়ের ইঞ্জিনে আগুন লেগেছিল। ঘটনায় কোনও যাত্রীর হতাহতের খবর নেই। শেষে আজ দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ওই রুটে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়।
Link to this news (বর্তমান)