• নদীয়ার করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের
    বর্তমান | ২০ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সাত সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের। আজ, মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে নদীয়ার করিমপুরের কাঠালিয়া এলাকায় কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের উপর। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালেই চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রীবাহী বাসের। যার ফলে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চারচাকা গাড়িতে থাকা পাঁচজনের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালের দিকে একটি যাত্রীবাহী বাস নদীয়ার কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল।তখনই করিমপুরের দিক থেকে ওই চারচাকা গাড়িটি কৃষ্ণনগরের দিকে আসছিল। কাঠালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই গাড়িরই মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি চারচাকা গাড়িটিকে ঠেলে নিয়ে গিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে পিশে দেয়। সেই কারণেই মৃত্যু হয় পাঁচজনের। মৃতদের মধ্যে রয়েছেন দু’জন পুরুষ ও তিনজন মহিলা‌। তাঁদের নাম পরিচয় জানিয়েছে পুলিস। মৃতরা হলেন- সঞ্জয় সরকার, অনীমা সরকার, সুমন শেখ, মমতা সরকার ও সুলেখা। 
  • Link to this news (বর্তমান)