পাকিস্তানি সেনার হামলায় জম্মু ও কাশ্মীরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল
বর্তমান | ২০ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পহেলগাঁও হামলার বিরুদ্ধে কড়া জবাব দিয়েছে ভারত। বেছে বেছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। সেই অভিযানের নাম অপারেশন সিন্দুর। জঙ্গিদের বিরুদ্ধে ভারতের সেই প্রত্যাঘাতকে নিজেদের উপর হামলা বলে ধরে নেয় পাকিস্তান। জঙ্গিদের দমন না করে পাল্টা ভারতের মাটিতে হামলা চালিয়েছে পাকিস্তানি সেনা। জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানে সীমান্ত বরাবর এলাকাগুলিতে ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র ছোড়া ও শেলিং করে গিয়েছে পাক সেনা। মূলত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ, রাজৌরিতে পাকিস্তানি সেনার শেলিংয়ের জন্য মৃত্যু হয়েছে বহু ভারতীয়ের। ভেঙে গিয়েছে ঘর বাড়ি।এখনও সেখানকার বাড়িতে শেলিং ও গোলাগুলির দাগ স্পষ্ট। স্বজন হারিয়ে হতাশ জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, পুঞ্চের বাসিন্দারা। এবার তাঁদের পাশে দাঁড়াতে ও সমবেদনা জানাতে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, পুঞ্চ ও রাজৌরিতে যাচ্ছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, নাদিমূল হক, মমতাবালা ঠাকুর ও রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞ্যা। আগামী ২১ থেকে ২৩ মে উপত্যকায় পাক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে তৃণমূলের এই প্রতিনিধি দল।