• বারুইপুরে চারচাকা গাড়ির সঙ্গে অটোর সংঘর্ষ, জখম ৬
    বর্তমান | ২০ মে ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে একটি চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল যাত্রী বোঝাই অটোর। আজ, মঙ্গলবার সকালে ঘটেছে দুর্ঘটনাটি। জানা গিয়েছে, যাত্রী বোঝাই করে একটি অটো বারুইপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে বারুইপুরের দিক থেকে একটি চারচাকা গাড়ি জয়নগরের দিকে আসছিল। সেই সময়ে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ‌ হয়। এই দুর্ঘটনার ফলে গুরুতর জখম হয়েছেন অটো চালক সহ ৬ জন।জখমদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। আজ, মঙ্গলবার খুব সকালেই ঘটে দুর্ঘটনাটি। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন বারুইপুর থানার পুলিস। এই দুর্ঘটনার জেরে ব্যস্ততম বারুইপুর-কুলপি রোডে বেশ কিছুক্ষণ যানজট হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চারচাকা গাড়িটি বেপরোয়া গতিতে এসে অটোকে ধাক্কা মারে। যার ফলে যাত্রীবোঝাই অটোটি রাস্তার পাশে থাকা বাগানে উল্টে যায়। ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। পুলিস জানিয়েছে, ওই গাড়ির চালক পলাতক। 
  • Link to this news (বর্তমান)