সুপার নিউমেরারি পদে নিয়োগ নয়, হাইকোর্টে বহাল সিঙ্গেল বেঞ্চের রায়
দৈনিক স্টেটসম্যান | ২০ মে ২০২৫
উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি পদে নিয়োগের মামলায় সিঙ্গল বেঞ্চের অন্তর্বতী স্থগিতাদেশের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানায়, এখনই সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর কোনও হস্তক্ষেপ নয়। বিচারপতি সেনের পর্যবেক্ষণ, সুপার নিউমেরারি পদ নিয়ে মামলা সিঙ্গল বেঞ্চে বিচারাধীন। এই অবস্থায় অন্তর্বতী নির্দেশে হস্তক্ষেপ করলে নিয়োগপ্রক্রিয়ায় তার প্রভাব পড়বে। আগামী ১৮ জুন ফের এই মামলা শুনবে সিঙ্গল বেঞ্চ।
গত ৭ মে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ সুপার নিউমেরারি পদে নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ দেয়। পরিষ্কার বলা হয়, অতিরিক্ত শূন্যপদে এখনই কোনও নিয়োগ করা যাবে না। মঙ্গলবার সেই নির্দেশে কোনও হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। মঙ্গলবারের শুনানিতে বিচারপতি সৌমেন সেন প্রশ্ন তোলেন, ‘যদি আমরা শেষে দেখতে পাই যে রাজ্য সুপার নিউমারিক পোস্ট করতেই পারে না, তাহলে স্থগিতাদেশ তুলে দিয়ে কী লাভ?’
মামলাকারীদের আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত বলেন, ‘দু’বছর হয়ে গেল চাকরিপার্থীরা বসে আছেন। নিয়োগের নির্দেশ দেওয়া হলে অনেকের চাকরিতে যোগ দিতে পারবেন।’ আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য পাল্টা বলেন, ‘যাঁরা মামলা করেছেন, তাঁরাই পাশ করেননি! মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘এটা একটা দুর্নীতি। সাংবিধানিক আদালত তার বিচার করতে পারে। সুপ্রিম কোর্টও এর বিরোধিতা করেনি।’
উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা থেকে নিয়োগ করতে চেয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়। কলকাতা হাইকোর্ট প্রথমে বলেছিল, ওই অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির সিদ্ধান্ত আইনসঙ্গত নয়। ২০২২ সালের ডিসেম্বর মাসে সুপার নিউমেরারি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।
অবশ্য সম্প্রতি ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপার নিউমেরারি পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেয়। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত চালানো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানে। পাশাপাশি, অতিরিক্ত শূন্যপদ তৈরি বেআইনি নয়। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে শিক্ষা দপ্তর এই জাতীয় পদ তৈরি করতে পারে।
এরপর এপ্রিম মাসে সুপ্রিম কোর্টের এই নির্দেশ দেখিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করে রাজ্য। রাজ্যের তরফে আবেদন জানানো হয়, উচ্চ প্রাথমিকে নিয়োগপ্রক্রিয়ায় সুপার নিউমেরারি পদে নিয়োগের অনুমতি দিক আদালত। গত ৭ মে অবশ্যহ আদালত সুপার নিউমেরারি পদের উপর স্থগিতাদেশ বহাল রাখে। আর মঙ্গলবার সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশ বহাল রাখল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ।