• বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
    দৈনিক স্টেটসম্যান | ২০ মে ২০২৫
  • বঙ্গে ঝড়-বৃষ্টি, দুর্যোগের পূর্বাভাস। রাজ্যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাল হাওয়া অফিস। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে, ফলে রাজ্যজুড়ে আরও কিছুদিন ঝড়বৃষ্টি চলবে। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বেশ দুর্যোগের আশঙ্কা রয়েছে। গত কয়েক দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কমেছে। তবে আগামী পাঁচ দিনে নতুন করে পারদপতনের সম্ভাবনা নেই।

    আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বুধবার প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় প্রায় ৪০-৫০ কিলোমিটার।

    হাওয়া অফিস সূত্রের খবর, বৃহস্পতিবার পর্যন্ত শুধু নয়, আগামী ২৬ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ২১ এবং ২২ মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়ার জন্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

    ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, দার্জিলিং, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সঙ্গে, ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও দার্জিলিং এবং জলপাইগুড়িতে আবার অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার উত্তর দিনাজপুর, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)