অমৃত ভারত প্রকল্পে সাজছে পানাগড় স্টেশন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দৈনিক স্টেটসম্যান | ২০ মে ২০২৫
পশ্চিম বর্ধমানের গুরুত্বপূর্ণ পানাগড় রেলস্টেশন এবার আধুনিক পরিকাঠামো ও উন্নত পরিষেবার ছোঁয়ায় সেজে উঠেছে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ এই এলাকা। কারণ এখানেই রয়েছে বিমান ও স্থল সেনার ঘাঁটি। প্রতিদিন হাজার হাজার যাত্রীরা যাতায়াত করে এই স্টেশন দিয়ে। এবার সেই পানাগড়ই রূপ নিচ্ছে আধুনিক এক স্টেশনে।
অমৃত ভারত প্রকল্পের আওতায় পানাগড় স্টেশনে একাধিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২২ মে ভার্চুয়াল মাধ্যমে এই নব রূপে সজ্জিত স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে, ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি এই প্রকল্পের শিলান্যাসও করেছিলেন তিনি।
আসানসোল ডিভিশনের অধীন দুটি স্টেশনে এই পর্যায়ে কাজ হয়েছে— একটি শঙ্করপুর ও অপরটি পানাগড়। পানাগড় স্টেশনে নির্মিত হয়েছে আধুনিক টিকিট কাউন্টার, যাত্রী প্রতীক্ষালয়, ঝকঝকে শৌচালয়, দিব্যাঙ্গ যাত্রীদের জন্য আলাদা শৌচাগার এবং টিকিট কাটার ব্যবস্থা। এছাড়াও, দৃষ্টিহীন যাত্রীদের সুবিধার্থে প্ল্যাটফর্মে বসানো হয়েছে ট্যাকটাইল পেভিং, আর বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য থাকছে লিফটের ব্যবস্থা।
আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিপ্লব বাউরি জানিয়েছেন, ‘পানাগড়ে প্রায় ৬ কোটি ২১ লক্ষ টাকা খরচ হয়েছে এই প্রকল্পে। যাত্রীদের সুবিধার্থে বসানো হয়েছে কোচ ইনডিকেশন পোস্টও। প্রতিদিন গড়ে ৭৬০০ যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে।’ এই আধুনিকীকরণ অত্যন্ত জরুরি ছিল বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা।
সোমবার পানাগড় স্টেশনে পরিদর্শনে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রতিটি কাজ খুঁটিয়ে দেখে তাঁরা জানান, ভবিষ্যতেও এই উন্নয়ন পর্ব চলবে। এখন শুধু সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার ভার্চুয়ালি সারা দেশের ১০৩টি স্টেশনের সঙ্গে এই স্টেশনেও আধুনিক পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।