• যাঁরা খেটেছেন তাঁরাই পুরস্কৃত, বার্তা অভিষেকের
    দৈনিক স্টেটসম্যান | ২০ মে ২০২৫
  • বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দলের সাংগঠনিক স্তরে রদবদল করেছে তৃণমূল। এই রদবদলের ভিত্তি যে কেবল ‘পারফরম্যান্স’, তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    সোমবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে তিনি জানিয়ে দেন, রদবদল দলের সিদ্ধান্ত। বিভিন্ন স্তরে পর্যালোচনা করে এবং দলের মধ্যে সকলের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য ব্লক থেকে শুরু করে জেলাস্তর— সকলের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে। দলনেত্রীর অনুমোদনেই দলে পরিবর্তন করা হয়েছে। পরবর্তীতে সকলের সঙ্গে আলোচনা করে ব্লক এবং টাউন স্তরেও রদবদল হবে।

    প্রসঙ্গত, গত বছর ২১ জুলাইয়ের মঞ্চ থেকে সংগঠনে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন অভিষেক। জানিয়েছিলেন, রদবদলের ‘মাপকাঠি’ হবে লোকসভা নির্বাচনের ফলাফল। বাস্তবে সাম্প্রতিক রদবদলেও তারই প্রভাব পড়েছে। অভিষেকের কথায়, ‘কে কোথায় থাকবেন, পারফরম্যান্সের ভিত্তিতে তা ঠিক করা হয়েছে। যাঁরা সাংসদ হয়ে গিয়েছেন, তাঁদের জেলাস্তর থেকে সরিয়ে রাজ্যস্তরে আনা হয়েছে। কেউ সাধারণ সম্পাদক হয়েছেন, কেউ সহ-সভাপতি বা সম্পাদকের পদ পেয়েছেন। অনেককে আবার ব্লকস্তর থেকে জেলাস্তরে সুযোগ করে দেওয়া হয়েছে। দলে সকলের ভূমিকাই পাল্টেছে।’

    শুধু লোকসভায় জয়ের ভিত্তিতে নয়, সার্বিকভাবে পরিশ্রমের দামও দিয়েছে দল। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে অভিষেক জানিয়েছেন, যাঁরা খুব চেষ্টা করেও কোনও কেন্দ্রে আশানুরূপ ফল করতে পারেনি তাঁদেরও পুরস্কৃত করা হয়েছে। যাঁরা দলের জন্য খেটেছেন, প্রাণপাত করেছেন, সারা বছর মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কাজগুলিকে পৌঁছে দিয়েছেন, তাঁদের সকলকে পুরস্কৃত করার চেষ্টা করেছে দল। সকলে মিলে সমন্বয় রেখে কাজ করাই একমাত্র লক্ষ্য।

    তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ‘কাছের মানুষ’-এর পরিবর্তে ‘কাজের মানুষ’-এ বেশি বিশ্বাসী, যার প্রতিফলন ঘটেছে বীরভূম এবং উত্তর কলকাতার সাংগঠনিক রদবদলে। সামগ্রিক বিষয়টি ব্যাখ্যা করে অভিষেক জানিয়েছেন, দলনেত্রীর তৈরি বীরভূমের কোর কমিটিতে যেমন সদস্য হিসেবে অনুব্রত মণ্ডল রয়েছেন, তেমনি উত্তর কলকাতার কোর কমিটিতে চেয়ারপার্সনের পদ দেওয়া হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। প্রত্যেক সদস্য প্রতিনিধিত্ব বজায় রেখে, যৌথভাবে কথা বলে টিম ওয়ার্ক করবেন বলে আশা করছেন অভিষেক। এক্ষেত্রে কার ক্ষমতা খর্ব হল বা কাকে বেশি পুরস্কৃত করা হল, এভাবে দেখা ঠিক নয়। বীরভূমে যেমন কোর কমিটির বৈঠক হয়েছে, তেমনই উত্তর কলকাতাতেও আগামীদিনে হবে বলে জানিয়েছেন অভিষেক।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)