• ঘুরে ঘুরে বেচতেন লটারির টিকিট, চলে গেল ডাম্পার! ছেলেকে দিয়েই পিষ্ট দেহ তোলাল পুলিস
    ২৪ ঘন্টা | ২০ মে ২০২৫
  • অরূপ লাহা: ভয়ংকর দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেল বৃদ্ধের দেহ। খবর পেয়ে যখন ঘটনাস্থলে পৌঁছাল ছেলে, তখন তাঁকে দিয়েই রাস্তা থেকে বাবার দেহাংশ তোলাল পুলিস! হাড়হিম করা দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমানের গুসকরায়।

    পুলিস সূত্রে খবর, মৃতের নাম প্রদীপ কুমার দাস। বাড়ি, গুসকরা শহরের শিরিষতলায়। পেশায় তিনি ছিলেন লটারি বিক্রেতা। তবে স্থানীয় কোনও দোকান ছিল না। শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে লটারি বিক্রি করতেন প্রদীপ। ঘড়িতে তখন ৮টা। গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে গুসকরা বাস টার্মিনাসের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। 

    পিছন থেকে ধাক্কা মারে একটি ডাম্পার। রাস্তায় পড়ে গেলে, প্রদীপের শরীরের উপর দিয়েই চলে যায় ডাম্পারটি! ছিন্নভিন্ন হয়ে যায় দেহ। খবর পৌঁছয় বাড়িতে। ঘটনাস্থলে পৌঁছন মৃতের ছেলে সুদীপ। তাঁর দাবি, 'পুলিস আমাকেই রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বাবার দেহ তুলে দিতে বলে। আমি দেহাংশ তুলে দিই'। জানান, ঝড় বৃষ্টির পর রাস্তায় পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল বাবা। পিছন থেকে ডাম্পারের ধাক্কায় রাস্তায় পড়ে যায়। ডাম্পারটি পিষে দিয়ে চলে যায়'। ছেলে কেন রাস্তায় থেকে বাবা দেহাংশ তুলতে হল? পুলিস-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।  পুলিশ সুপার সায়ক দাস বলেন, 'খোঁজ নিয়ে দেখছি, কী হয়েছে'।

    এদিকে নদিয়ার করিমপুরে  পথ দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৬ জনের। মারুতি ভ্যানে চেপে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিলেন তাঁরা। উল্টোদিক থেকে এসে সেই মারুতি ভ্যানে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। 

  • Link to this news (২৪ ঘন্টা)