জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করিমপুরে পথ দুর্ঘটনায় মৃত ছয়। দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। একই পরিবারের পুরুষ মহিলা সহ ছয় জনের একটি দল কৃষ্ণনগর এর দিকে যাচ্ছিল। মারুতি ভ্যানটি, বিপরীত থেকে কলকাতা করিমপুর বেসরকারি বাসে ধাক্কা মারে। বাসটি করিমপুরে ফিরছিল।
নদীয়া জেলার করিমপুর থানার অন্তর্গত কাঁঠালিয়ার কাছে রাজ্য সড়কে হয় এই দুর্ঘটনা। ঘটনাস্থলে উপস্থিত হয় করিমপুর থানার পুলিশ এবং করিমপুর ফায়ার ব্রিগেড। আজ সকালে এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় এলাকার মানুষ মর্মাহত শোকাহত। মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। সম্ভবত মুর্শিদাবাদের দিক এর বাড়ী হতে পারে মৃতদের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সজোরে মারুতি ভ্যানে ধাক্কা লাগে ঘটনাস্থলেই মারুতি ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। বিকট আওয়াজ পেয়ে ছুটে যায় এলাকাবাসীরা। বাসযাত্রীরাও ঘটনাস্থলেই যান।
এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ খতিয়ে দেখছে।