• সুপার নিউমারি মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল, স্বস্তি পেলেন না চাকরিপ্রার্থীরা
    ২৪ ঘন্টা | ২০ মে ২০২৫
  • অর্নবাংশু নিয়োগী: উচ্চ প্রাথমিকে সুপার নিউমারি মামলায় সিঙ্গল বেঞ্চের অন্তর্বতী স্থগিতাদেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-এর ডিভিশন বেঞ্চের নির্দেশ  আপাতত কোন নিয়োগ নয়।

    শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করার জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্য। ২০২২ সালের ডিসেম্বর মাসে সুপার নিউমেরারি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপার নিউমেরারি পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। চলতি বছর এপ্রিল মাসে সেই নির্দেশ দেখিয়ে হাইকোর্টে আবেদন করেছিল রাজ্য সরকার। রাজ্যের বক্তব্য ছিল, উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি পদে নিয়োগের জন্য অনুমতি দেওয়া হোক। তবে ৭ মে উচ্চ আদালত সুপার নিউমেরারি পদের উপর স্থগিতাদেশ বহাল রাখে সিঙ্গল বেঞ্চ।  এদিন সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চও।

    ১৮ জুন মামলা রয়েছে সিঙ্গলবেঞ্চে। জয়েন করার পর ফের যদি বৈধতাই না থাকে তাহলে ফের নতুন সমস্যা হবে, মন্তব্য বিচারপতি সেনের।


    যারা মামলা করেছে তারা পাশই করেনি। মামলার অর্থ কী? প্রশ্ন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের। অন্যদিকে, আইজীবী  বিকাশ ভট্টাচার্য বলেন, এই মামলার  সাংবিধানিক অধিকার আছে কিনা সেটাই এটা বড় স্ক্যাম।

  • Link to this news (২৪ ঘন্টা)