• নগরপালের দেহরক্ষী লক্ষ্মী এবার পতাকা ওড়ালেন এভারেস্টে! উচ্ছ্বসিত মমতা...
    ২৪ ঘন্টা | ২০ মে ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় রাজ্য পুলিসের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। এই নিয়ে উচ্ছ্বসিত কলকাতা পুলিস। লক্ষ্মীকান্তকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করা হয়েছে কলকাতা পুলিসের তরফে। প্রকাশ করা হয়েছে ছবিও। লক্ষ্মীকান্তকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    লক্ষ্মীকান্ত মণ্ডল বর্তমানে কলকাতা পুলিসের নগরপাল মনোজ ভার্মার দেহরক্ষী হিসেবে কর্মরত। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনি এভারেস্ট অভিযানে বের হন। যাত্রার আগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন নগরপাল ও কলকাতা পুলিসের পদস্থ কর্তারা।

    কলকাতা পুলিসের তরফে সোশ্যাল মিডিয়ার এক পোস্টে লেখা হয়েছে, এভারেস্টের শীর্ষে আমাদের সহকর্মী লক্ষ্মীকান্ত! মনোবল এবং শক্তির কঠিনতম পরীক্ষায় আজ সকাল সাড়ে আটটা নাগাদ এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন নেপালের দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী ছোনজিন আংমো, পর্বতারোহণের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন নিজের নাম। তবে তাঁর এই সফরে তিনি একা ছিলেন না। পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে একই সঙ্গে দুনিয়ার উচ্চতম শিখরে পা রেখেছেন দুই ভারতীয় -পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিসের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল, সঙ্গে তেনজিং শেরপা (গেলবা), এবং গীতা সামোতা, সঙ্গে লাকপা শেরপা। পুরো অভিযানের পরিকল্পনার দায়িত্বে ছিল Pioneer Adventure নামক সংস্থা। লক্ষ্মীকান্ত এভারেস্ট-অভিযানে রওনা দিয়েছিলেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। বর্তমানে তিনি কলকাতা পুলিসের নগরপালের দেহরক্ষী হিসাবে নিযুক্ত। যাত্রার প্রাক্কালে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন নগরপাল মনোজ ভার্মা সহ পদস্থ অফিসাররা। তিনজনকেই স্যালুট, তাঁদের দৃঢ় সংকল্প এবং সাহসিকতার জন্য। বিশেষভাবে অভিনন্দন আমাদের লক্ষ্মীকান্তকে। শৃঙ্গবিজয়ের তাঁর এই সফর থাকুক অব্যাহত!

    লক্ষ্মীকান্ত মণ্ডলের সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এক্স মাধ্যমে করা এক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, এভারেস্টর চূড়ায় পা রেখেছেন পুলিস কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। তাঁকে অভিনন্দন। তাঁর এই সাফল্য আমাদের ফোর্সের উত্সাহ ও সংকল্পকে তুলে ধরেছে। আমি গর্বিত যে রাজ্য পুলিসের এক সদস্য এরকম এক দুর্লভ কৃতিত্বের অধিকারী হয়েছেন।

    পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা লক্ষ্মীকান্ত মণ্ডল। পুলিসে চাকরি পান ২০১২ সালে। পড়াশোনার পাশাপাশি পর্বত আরোহনের প্রশিক্ষণ নেন। বরবারই সাহসী হিসেবে পরিচিত লক্ষ্মীকান্তবাবু এবার মাইলস্টোন ছুঁয়ে ফেললেন।

  • Link to this news (২৪ ঘন্টা)