• গাইসালে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, বড়সড় দুর্ঘটনার থেকে রক্ষা যাত্রীদের
    প্রতিদিন | ২০ মে ২০২৫
  • শংকরকুমার রায়, রায়গঞ্জ: চলন্ত ট্রেনের গার্ড ইঞ্জিনে আগুন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী মালদহ-শিলিগুড়ি ডেমো ট্রেন। আজ মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুরের ইসলামপুরের কাছে গাইসাল স্টেশন ছাড়ার আগে ওই ইঞ্জিনে আগুন লাগে। ঘটনায় আতঙ্ক ছড়ায় স্টেশন চত্বর ও ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে। পরে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে ওই আগুন নেভায়। ঘটনায় বেশ কিছু সময় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। একাধিক লাইনে এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে পড়ে।

    রেল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর প্রায় ২টো নাগাদ আপ মালদহ-শিলিগুড়ি ডেমো ট্রেনটি গাইসাল স্টেশনে ছাড়ছিল। ট্রেনের গার্ড অনুভব করেন ইঞ্জিন অত্যন্ত গরম হয়ে গিয়েছে। কিছু সময়ের মধ্যেই তিনি ইঞ্জিনের ভিতর আগুন দেখতে পান। প্ল্যাটফর্ম ছাড়ার পরই চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এদিকে ততক্ষণে ইঞ্জিন দিয়ে গলগল করে কালো ধোয়া বেরতে দেখা যায়। মুহূর্তে আতঙ্ক ছড়ায় ট্রেনের যাত্রীদের মধ্যে। ট্রেন থেকে আতঙ্কিত যাত্রীরা লাফিয়ে নামেন।

    আগুন লাগার খবর স্টেশনের কর্মী, পুলিশদের কাছেও পৌঁছয়। রেল পুলিশ ও আধিকারিকরা দ্রুত সেখানে চলে আসেন। খবর দেওয়া হয় দমকলে। ততক্ষণে ইঞ্জিনের সামনের অংশ দাউদাউ করে জ্বলতে শুরু করেছে। বড়সড় বিপদের আশঙ্কায় স্টেশন চত্বর ও ওই ট্রেনের যাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সতর্কতার জন্য ওভারহেডের তারের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ওই লাইনে সাময়িক বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল।

    কিছু সময়ের মধ্যেই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এরপর ঘণ্টাখানেকের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রনে আসে। কিষাণগঞ্জ রেলপুলিশের ইন্সপেক্টর এইচকে শর্মা বলেন,”যাত্রীরা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। কামরায় আগুন লাগেনি। শুধু ট্রেনের পিছনে গার্ড ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে ট্রেনের কর্মীদের তৎপরতায় আগুন দেখতে পেতে দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।” কীভাবে ওই ইঞ্জিনে আগুন লাগল, সেটি এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। ঘটনার জেরে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ইসলামপুর সংলগ্ন গুঞ্জরিয়া স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। এছাড়া বিহারের কিষাণগঞ্জ স্টেশনে একাধিক এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে যায়।
  • Link to this news (প্রতিদিন)