• ‘আমি দাঙ্গা চাই না, শান্তি চাই,’ নাম না করে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে তোপ মমতার
    প্রতিদিন | ২০ মে ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাঙ্গা হলে ক্ষতি হয় সাধারণ মানুষের। জীবন-মরণের সামনে পড়েন তাঁরা। সেই কথা মনে করিয়ে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ডাবগ্রাম থেকে বলেন, ‘আমি দাঙ্গা চাই না, শান্তি চাই।’ এরপরই বিজেপির নাম না করে তোপ দেগে বলেন, “দাঙ্গা হলে রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে। আমি দাঙ্গা চাই না।”

    উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ মঙ্গলবার ফুলবাড়ি ডাবগ্রামে বিভিন্ন পরিষেবা প্রদানকারী অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে দাঙ্গা প্রসঙ্গ। শান্তির বার্তা দিয়ে নাম না করে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে তোপ দাগেন মমতা। সভায় মুখ্যমন্ত্রী বলেন, “যারা দাঙ্গা করে, তারা দাঙ্গা নিয়ে জন্মায়। তারা মানুষের ভালো চায় না। দাঙ্গা হলে ঘর জ্বলবে, মানুষ মরবে। রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে। আমি দাঙ্গা চাই না, শান্তি চাই।” পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে রবীন্দ্র, নজরুলের প্রসঙ্গ টেনেছেন তিনি। বাংলার ঘরে ঘরে ‘বিজয় পতাকা’ উত্তোলনের কথা বলেছেন তিনি।

    এরপরই কেন্দ্রের একাধিক বঞ্চনার সত্ত্বেও রাজ্য কীভাবে এগিয়ে চলেছে, তার খতিয়ান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা। গ্রামীণ সড়ক যোজনা,  আবাস যোজনা, একশো দিনের কাজ-সহ একাধিক প্রকল্পের টাকা  বন্ধ থাকলেও রাজ্য সবকিছুতেই এগিয়ে চলেছে তা দৃপ্ত কণ্ঠে জানিয়েছেন মমতা (Mamata Banerjee)। সঙ্গে বাংলা দেশকে পথ দেখাচ্ছে, আগামীতেও দেশের মধ্যে বাংলা এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “তোমরা না দিতে পার। মানুষ যেন বঞ্চিত না হয়। আগে মানুষ তারপর সবকিছু।”
  • Link to this news (প্রতিদিন)