শিল্পের সঙ্গে পর্যটনে ঢালাও বরাদ্দ মুখ্যমন্ত্রীর, জল্পেশ মন্দিরে স্কাইওয়াক, মর্গান হাউসের সংস্কারের ঘোষণা
প্রতিদিন | ২০ মে ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উন্নয়নের জোয়ারে ভাসবে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে একাধিক প্রকল্পের সূচনা ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী (Chief Minister Mamata Banerjee)। পাশাপাশি জল্পেশ মন্দিরে স্কাইওয়াক তৈরি, মর্গান হাউসের সংস্কারের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আগে উত্তরবঙ্গে কোনও উন্নয়ন হয়নি। তৃণমূল ক্ষমতায় আসার পর একাধিক উন্নয়ন মূলক কাজ করা হয়েছে। আজ সবদিক থেকে এগিয়ে চলেছে উত্তরবঙ্গ।” এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিক প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের ঘোষণা করে তিনি জানান, উত্তরবঙ্গজুড়ে একদিকে যেমন শিল্প তৈরি হবে, ঠিক তেমনই উত্তরের পর্যটনকে নতুন করে সাজিয়ে তোলা হবে।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে, চা সুন্দরী প্রকল্পে আরও বাড়ি তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এরফলে উপকৃত হবেন চা বাগানের শ্রমিকরা। চা বাগান ঘেরা এলাকা বীরপাড়ায় ৯ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে হাসপাতাল। যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে উত্তরের একাধিক এলাকায় রাস্তা ও কালভার্ট তৈরির জন্য কয়েক কোটি টাকা বরাদ্দের কথা জানান মুখ্যমন্ত্রী। অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক পর্যটনস্থলকে ঢেলে সাজানোর জন্য বরাদ্দ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ৫ কোটি টাকা ব্যয়ে জল্পেশ মন্দিরে স্কাই ওয়াক। বানারহাট শীতলা মন্দির সংস্কারে ১ কোটি টাকা। মর্গান হাউসের সংস্কারের জন্য বরাদ্দ ঘোষণা করেন তিনি। এদিকে ৬০ কোটি টাকা ব্যয়ে ফালাকাটায় অ্যাপ্রোচ রোড তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। উত্তরায়ণের পাশে ৭৭ একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির ঘোষণাও করেন। জলপাইগুড়ি সদর ব্লকে উৎকর্ষ কেন্দ্রের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়।