• নদিয়ায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, প্রতিবাদ করায় দম্পতিকে মারধর!
    প্রতিদিন | ২০ মে ২০২৫
  • সুবীর দাস, কল্যাণী: ‘পাকিস্তান জিন্দাবাদ, ভারত মুর্দাবাদ’ স্লোগানের প্রতিবাদ করে আক্রান্ত দম্পতি। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) চাকদহ থানার কৌতূপপুর এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে একজনকে আটক করেছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। অন্যদিকে, ওই এলাকাতেই এক তরুণী সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে ‘বিতর্কিত’ পোস্ট করেছিলেন। সেই ঘটনায় পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে খবর।

    এপ্রিল মাসের শেষে জম্মু-কাশ্মীরের বৈসরণে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন ভারতীয়। তারপর থেকেই ভারত-পাকিস্তান দু’দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়। যুদ্ধের আবহ দেখা দিয়েছিল। সেই প্রেক্ষিতে ভারত বিরোধী স্লোগান তুলে দেশের বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হন একাধিক ব্যক্তি। বাংলাতেও প্রশাসন এই বিষয়ে সতর্ক। রাজ্যের একাধিক জায়গাতেও ‘দেশ বিরোধী’ ফেসবুক পোস্ট করায় একাধিক যুবক, ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। এবারের ঘটনা চাকদহে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাকদহ থানার মদনপুর পুলিশ ক্যাম্পের জঙ্গলগ্রাম নতুন রাস্তা কৌতূপপুর এলাকায় আক্রান্ত দম্পতির বাড়ি। অভিযোগ, গতকাল রাতে বিজয় সরকার দেখতে পান, তাঁরই বাড়ির পিছনে আমবাগানে জনা কয়েক যুবক চিৎকার-চেঁচামেচি করছিলেন। তাঁরা নেশা করেছিলেন বলে অভিযোগ। বিজয় সরকার সেখানে গিয়ে তাঁদের থামতে বলেছিলেন। অভিযোগ, মারমুখী হয়ে ওঠেন ওই যুবকরা। স্বামীকে রক্ষা করতে সেখানে গিয়েছিলেন চন্দনা সরকার। তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। দম্পতির উপর হামলা চালানোর সময় হামলাকারীরা ‘পাকিস্তান জিন্দাবাদ, ভারত মুর্দাবাদ’ স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ। ওই স্লোগানের প্রতিবাদ করায় আরও মারধর করা হয় বলে অভিযোগ। হইচই, আর্তনাদ শুনে স্থানীয়রা ছুটে গেলে ওই যুবকরা সেখান থেকে পালিয়ে যান। রাতেই থানায় নিমাই শেখ, হাসান শেখ, ইমরান মণ্ডল, সাইদুল শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্তে নেমে একজনকে আটক করেছে বলে খবর। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    অন্যদিকে, ওই এলাকারই বাসিন্দা এক বিবাহিতা তরুণী ফেসবুকে নরেন্দ্র মোদিকে নিয়ে ‘বিতর্কিত’ পোস্ট করেছিলেন। সেই কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তাঁকে চাকদহ থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
  • Link to this news (প্রতিদিন)