• এখনই অতিরিক্ত শূন্যপদে নিয়োগ নয়, হাই কোর্টে বহাল সিঙ্গেল বেঞ্চের রায়
    প্রতিদিন | ২০ মে ২০২৫
  • গোবিন্দ রায়: সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিঙ্গেল বেঞ্চের অন্তর্বতী স্থগিতাদেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি স্মিতা দাস দে এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানায়,  সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর এখনই কোনও হস্তক্ষেপ করা হবে না।

    গত ৭ মে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদে এখনই কোনও নিয়োগ করা যাবে না। এরপরই এই নির্দেশ কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান চাকরিপ্রার্থীরা। শুনানি চলাকালীন মামলাকারীদের আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত বলেন, “ দু’বছর হয়ে গেল চাকরিপার্থীরা বসে আছে। নিয়োগের নির্দেশ দেওয়া হলে অনেকের চাকরিতে যোগ দিতে পারবেন।” মন্ত্রীসভার অনুমতি নিয়েই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল বলে যুক্তি দেন চাকরীপ্রার্থীদের আইনজীবী। যদিও তার পরে সিঙ্গেল বেঞ্চের স্থগিতাদেশ বহাল রাখার কথা জানায় ডিভিশন বেঞ্চ।

    উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্টে থাকা চাকরীপ্রার্থীদের নিয়োদ করার জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য। এরপরই সুপার নিউমেরারি পোস্ট তৈরির উপর স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। যদিও ২৬ হাজার চাকরি বাতিল করলেও সুপার নিউমেরারি পোস্ট নিয়ে কোনও পদক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। এরপরই রাজ্যের তরফে হাই কোর্টে আবেহন করা হয়চ যাতে অতিরিক্ত শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়। যদিও সেই আবেদনে সাড়া দেয়নি হাই কোর্ট। আর এবার ডিভিশন বেঞও সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রাখল।
  • Link to this news (প্রতিদিন)