রমেন দাস: কয়েক কোটি টাকার জরিমানার মুখে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ। পাশাপাশি বেশকিছু বিষয় নিয়ে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে শোকজ করেছে জাতীয় মেডিক্যাল কমিশন। জানা গিয়েছে, ইতিমধ্যেই সেই শোকজের জবাব দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে তরা পরেই কলেজের চিকিৎসক, অধ্যাপকদের জন্য নোটিশ জারি করা হয়েছে। কিন্তু কী রয়েছে ওই নোটিসে।
ডিউটিতে যোগ দেওয়া ও ক্যাম্পাস ছেড়ে যাওয়ার আগে ফেস বায়োমেট্রিক বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে ওই নোটিসে। কোনও অধ্যাপক বা চিকিৎসক যদি বায়োমেট্রিককে হাজিরা না দেন তাহলে সেই দিনটিতে তাঁকে গরহাজির হিসাবে ধরে নেওয়া হবে। ছুটি নিয়েও কড়া পদক্ষেপের কথা জানানো হয়েছে নোটিসে। বলা হয়েছে, আগে থেকে ছুটির জন্য আবেদন করতে হবে। যদি এই নিয়ম না মেনে কেউ ছুটি নেন, তাহলে তাঁর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে।
এদিকে মোট আটটি কারণ উল্লেখ করে NRS মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে শোকজ করে জাতীয় মেডিক্যাল কমিশন। সেই শোকজ নোটিসে বলা হয়েছে, NRS-এ মোট ২০ টি বিভাগ থাকলেও ১৮ টি বিভাগেই চিকিৎসকদের হাজিরা সংক্রান্ত গরমিল রয়েছে। তাছাড়া MBBS পরীক্ষা চলাকালীন তরারকিতে গাফিলতির প্রমাণ মিলেছে। পাশাপাশি একাধিক বিভাগে অনেক হিসাবেরই গরমিল খুঁজে পাওয়া গিয়েছে বলে ওই নোটিসে উল্লেখ রয়েছে। হাসপাতালে এখনও পর্যন্ত কতজন মানুষ চিকিৎসা পেয়েছেন বা কতজন মারা গিয়েছেন সে বিষয়েও কোনও হিসেব নেই বলে জানানো হয়েছে।
NRS-এ চিকিৎসা পরিষেবা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের কথা একাধিকবার শোনা গিয়েছে। কখনও অভিযোগ উঠেছে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই। থাকার আবার কখনও শোনা গিয়েছে হাসপাতালে এসেও পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না রোগীরা। এবার সেই নিয়েই জাতীয় মেডিক্যাল কমিশন শোকজ করার পাশাপাশি মোটা টাকা জরিমানা করল NRS হাসপাতাল কর্তৃপক্ষকে।