দুর্ঘটনার কবলে BSF জওয়ানদের কনভয়। ঘটনায় আহত হয়েছেন কয়েকজন জওয়ান। হতাহতের কোনও খবর নেই। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পানাগড়ের ধরলা মোড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার জেরে সাময়িক ভাবে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বুদবুদ থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল BSF জওয়ানদের একটি বাস। ১৯ নম্বর জাতীয় সড়কে পানাগড়ের ধরলা মোড়ের কাছে একটি লরি আচমকা রাস্তার উপরে দাঁড়িয়ে পরে। তার ঠিক পিছনেই ছিল বিএসএফ জওয়ানদের বাসটি। এর পর বাধ্য হয়ে ওই বাসের চালক সজোরে ব্রেক কষেন। বাসটি গিয়ে ধাক্কা মারে সামনে থাকা লরিটিতে।
পাশাপাশি দুর্ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরগামী রাস্তায় সাময়িক ভাবে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে অন্যত্র সরিয়ে িনয়ে যায়। ফলে ওই সড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে।
বুদবুদ থানার ট্রাফিক বিভাগের ওসি বলেন, ‘BSF-র একটি বাস কল্যাণী থেকে যা দুর্গাপুরের দিকে যাচ্ছিল। পথে দুর্ঘটনা ঘটে। কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’