• Uttarpara: রাস্তার ধারে ডাঁই করা ময়লা, পুরসভার সাফাইকর্মীরা ধর্মঘটে, সাফ করবেন কারা?
    এই সময় | ২১ মে ২০২৫
  • মজুরি বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ড-সহ একাধিক দাবিকে সামনে রেখে কর্মবিরতিতে বসেছেন উত্তরপাড়ার সাফাই কর্মীরা। পাঁচ দিন ধরে এই কর্মবিরতি চলছে। আর তার জেরে ক্রমেই রোজকার জঞ্জালে ভরছে শহর। গত শুক্রবার থেকে উত্তরপাড়া পুরসভার সাফাই কর্মীরা কাজ বন্ধ করে দিয়েছেন। তাঁরা শুনিয়ে রেখেছেন, যত দিন না তাঁদের দাবি পূরণ হচ্ছে, আন্দোলনের পথ থেকে তাঁরা সরবেন না।

    সাফাই কর্মীরা কর্মবিরতি ডেকেছেন। স্বভাবতই পাঁচ দিন ধরে এলাকার জঞ্জাল সাফাই বন্ধ। পথেঘাটে বাড়ছে জঞ্জাল-আবর্জনা। রাস্তার ধারের জমা ময়লা মাঝ রাস্তায় টেনে নিয়ে যাচ্ছে কুকুর, কাক। বাড়ছে মাছির উপদ্রব। দু’পশলা বৃষ্টি হলে তো আর কথাই নেই। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, মশাবাহিত রোগ না ছড়িয়ে পড়ে।

    ঠিকা সংস্থা থেকে নিযুক্ত সাফাই কর্মীদের অভিযোগ, তাঁরা শহরকে পরিষ্কার রাখেন। কিন্তু তাঁদের কথা ভাবার কেউ নেই। পাঁচ বছর তাঁদের মজুরি বাড়েনি। ন্যূনতম টাকাও হাতে পান না। রোজ ২৭৫ টাকা করে পান তাঁরা। এমনও অভিযোগ, ২৭ দিন কাজ করিয়ে ২৫ দিনের টাকা দেওয়া হয়। ঠিকাদার সংস্থার ভূমিকা নিয়েও রয়েছে তাঁদের অভিযোগ।

    এ দিকে শহরবাসীর অভিযোগ, বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ হচ্ছে না। অথচ এই ময়লা নেওয়ার জন্য পুরসভা নির্দিষ্ট টাকা কর হিসাবে নেয়। টাকা দেওয়ার পরও কেন তাঁরা এ ভাবে ভুগবেন, প্রশ্ন তুলেছেন। সূত্রের খবর, ইতিমধ্যেই ঠিকাদার সংস্থাকে কারণ দর্শানোর নোটিস ধরিয়েছে পুরসভা।

    পুরপ্রধান দিলীপ যাদবের বক্তব্য, কারও কোনও অভিযোগ থাকতেই পারে। তবে সেটা পুরসভাকে লিখিত দেওয়া উচিত ছিল। ইতিমধ্যেই বোর্ড মিটিংয়ে এ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান। দ্রুত সমস্যা মিটবে বলে আশাবাদী তিনি।

  • Link to this news (এই সময়)