• রক্তে ভেসে যাচ্ছে রাস্তা, মারুতি ভ্যানের সঙ্গে বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত পাঁচ 
    আজকাল | ২১ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সাত সকালে পথ দুর্ঘটনা। মুহূর্তে রক্তারক্তি কাণ্ড। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, হল না শেষ রক্ষা। মৃত্যু হয়েছে পাঁচ জনের। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নাম-পরিচয় জানা যায়নি তাঁদের। মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া এলাকায়। 

    মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে নদীয়ার করিমপুর থানার কাঠালিয়া এলাকায়। কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা করিমপুর গামী রাজ্য সড়কের উপর একটি বেসরকারি বাস করিমপুরে ফেরার সময় কাঠালিয়ার কাছে উল্টো দিক থেকে আসা মারুতি ভ্যানেরসঙ্গে ধাক্কা মারে।

    ঘটনাস্থলেই মারাত্মক জখম হন সকলেই, এরপর স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী মুর্শিদাবাদের দিক থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিলেন মারুতি ভ্যানের যাত্রীরা। উল্টো দিক থেকে কৃষ্ণনগর থেকে করিমপুরের যাচ্ছিল বেসরকারি বাসটি।

     তবে মৃতদের এখনো পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি।  দুর্ঘটনার পরেই ঘটনাস্থলেই ছুটে যায় করিমপুর থানার পুলিশ এবং ফায়ার বিগ্রেড। এর আগে, ইদের সময় এই রাজ্য সড়কের উপর তেহট্টের কাছে প্রাণ গিয়েছিল ছ' জনের। একের পর এক এই ধরনের দুর্ঘটনায় চিন্তিত প্রশাসন। মঙ্গলবারের দুর্ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)