• নজরে উত্তরবঙ্গ, চলতি মাসে আলিপুরদুয়ার সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...
    আজকাল | ২১ মে ২০২৫
  • প্রকাশ মণ্ডল, আলিপুরদুয়ার: আগামী ২৯ মে আলিপুরদুয়ার জেলা সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে বিজেপির দলীয় সভায় যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হচ্ছে এই সভা। যেখানে ভাষণ দেবেন তিনি। মঙ্গলবার তাঁর জেলা সফরকে কেন্দ্র করে একটি দলীয় প্রস্তুতি সভার আয়োজন করা হয়। যদিও প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে রাজ্য বিজেপির এক  শীর্ষ নেতা জানান, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। 

    মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব নিজেদের মধ্যে একটি  আলোচনায় যোগ দেন। ছিলেন বিজেপির জেলা সভাপতি মিঠু দাস, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা, ফালাকাটা'র বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক দীপক বর্মন, কালচিনির বিধায়ক বিশাল লামা- সহ জেলার অন্যান্য শীর্ষ নেতৃত্ব। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে যেখানে সভার আয়োজন হবে সেই জায়গা পরিদর্শন করেন বিজেপির জেলা সভাপতি মিঠু দাস, সাংসদ মনোজ টিজ্ঞা, বিধায়ক দীপক বর্মন ও বিশাল লামা। 

    মাঠ পরিদর্শন শেষে মনোজ টিজ্ঞা বলেন, 'আগামী ২৯ মে আলিপুরদুয়ারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভা থেকে দলীয় কর্মীদের উজ্জীবিত করবেন।' অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রীর সফর জেলাবাসীকে এক নতুন বার্তা দেবে বলে আশাবাদী বিজেপি। 

    জানা গিয়েছে, আলিপুরদুয়ারের  সভা শেষে জেলা নেতৃত্বদের নিয়ে একটি বৈঠকও করতে পারেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের পর এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদির আগমন দলীয় কর্মী ও জেলার বাসিন্দাদের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলবে বলে আশাবাদী পদ্ম শিবির।

    উল্লেখ, ২০২১-এর বিধানসভার নির্বাচনে আলিপুরদুয়ারে ৫ আসনে জয় লাভ করেছিল বিজেপি। পরবর্তী সময়ে আলিপুরদুয়ার বিধান সভার বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগদান করেন এবং মনোজ টিজ্ঞা লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর মাদারিহাট বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী জয়ী হন। ফলে এই মুহূর্তে বিজেপির হাতে রয়েছে মাত্র ৩টি আসন।
  • Link to this news (আজকাল)