আজকাল ওয়েবডেস্ক: আট মাস আগে চন্দননগরে বাসা ভাড়া নিয়েছিল জামুরিয়ার তিন বাসিন্দা। রবিবার গভীর রাতে পুলিশ আসতে জানা গেল তিন ভাড়াটেই পেশাদার মোবাইল চোর। তিন জন গ্রেপ্তার হতেই উদ্ধার প্রায় সত্তরটা মোবাইল ফোন। জানা গেছে, বিহার–ওড়িশায় পাচার হত চোরাই মোবাইল। এমনটাই জানতে পেরেছে চন্দননগর থানার পুলিশ। চন্দননগর যমপুকুর এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতেরা সকলেই আসানসোলের জামুরিয়া থানা এলাকার বাসিন্দা। সোমবার তাদের চন্দননগর আদালতে তোলা হলে আদালত ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রায় ৮ মাস আগে যমপুকুরে একটি ঘর ভাড়া নিয়েছিল বছর পয়তাল্লিশের কীর্তন ননিয়া। সঙ্গে ছিল বছর ছাব্বিশের শুভম ননিয়া এবং বছর তেইশের রোহিত কুমার ননিয়া। মাস দু’য়েক ভাড়া থাকার পরে তারা ঘরে তালা দিয়ে চলে যায়। গত ১৬ মে ফের ওই বাড়িতে থাকতে আসে তারা। দু’দিন পরেই পুলিশ সেখানে পৌঁছে তিন জনকে গ্রেপ্তার করে। পুলিশের অনুমান, ধৃতেরা মোবাইল চুরির কোনও বড় চক্রের সঙ্গে জড়িত।
ধৃতদের কাছ থেকে পাওয়া মোবাইল কাদের তার খোঁজ চলছে। জানা গেছে একটি ফোন শ্রীরামপুর থেকে চুরি হয়েছিল।