• দেশের হয়ে কথা বলবেন বিদেশে, প্রতিনিধি দলে থাকছেন অভিষেক ব্যানার্জি...
    আজকাল | ২১ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুর নিয়ে, দেশের হয়ে কথা বলবেন বিদেশে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি থাকছেন সর্বদলীয় প্রতিনিধি দলে। সূত্রের খবর, কিরেন রিজিজু মঙ্গলবারেই ফোন করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জিকে। তার পরেই অভিষেকের নাম চূড়ান্ত হয়।

    অপারেশন সিঁদুর নিয়ে এবার বিশ্বের দরবারে ভারত। এজন্য সাতজনের একটি করে দল গঠন করা হয়েছে। এই সাতজন সাংসদ অপারেশন সিঁদুর কেন জরুরি ছিল তা বিভিন্ন দেশকে গিয়ে বোঝাবেন। সাত জনের নেতৃত্বাধীন দলে থাকবেন আরও একাধিক নেতা, বিশিষ্ট জনেরা। মোট ৫৯জন, ৩২ দেশে গিয়ে জানাবেন ভারতের অবস্থান, অপারেশন সিঁদুর প্রসঙ্গে। 

    প্রথমে জানা গিয়েছিল, প্রতিনিধি দলে থাকবেন তৃণমূল কংগ্রেস সাংসদ ইউসুফ পাঠান। কিন্তু পরে সেই নাম প্রত্যাহার করা হয়। যদিও এই বিষয়ে দলনেত্রী সাফ বার্তা দিয়েছিলেন, জাতীয় নিরাপত্তা এবং এই বিষয়ে তৃণমূল রয়েছে কেন্দ্রের পাশেই। তবে প্রতিনিধিদের নাম চূড়ান্ত করার আগে, দলকে জানানোর প্রয়োজন ছিল। দল সেক্ষেত্রে নিশ্চিতভাবে প্রতিনিধির নাম পাঠাত।

    একই সুর সোমবার শোনা গিয়েছিল অভিষেকের গলাতেও। তিনি বলেন,  প্রতিনিধি চাওয়া উচিত ছিল পার্টির থেকে। পার্টি সিদ্ধান্ত নেবে কে যাবেন। মঙ্গলবারে জানা গেল, তৃণমূল কংগ্রেসের হয়ে সর্বদলীয় প্রতিনিধি দলে যাচ্ছেন দলের সাংসদ অভিষেক ব্যানার্জি। 

     
  • Link to this news (আজকাল)