• কবিগুরুর জন্মদিন উপলক্ষ্যে সিংহী পার্কের বিশেষ আয়োজন ‘কবিপক্ষ’...
    আজকাল | ২১ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ৯ মে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। পশ্চিমবঙ্গ তথা বিশ্বজুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে বিশ্বকবির জন্মদিন। এই শহরও পিছিয়ে নেই। তবে এই বছরের বিশেষ আকর্ষণ ছিল সিংহী পার্কের উদ্যোগে আয়োজিত ‘কবিপক্ষ’। অনুষ্ঠানটির ডিজিটাল পার্টনার ছিল আজকাল ডট ইন।

    এই বছরই সিংহী পার্কের এই আয়োজন প্রথম। গত ১৭ মে গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের বিবেকানন্দ হলে আয়োজিত হয়েছিল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটি। বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ৮টায় শেষ হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গায়ক শ্রীকান্ত আচার্য্য, গায়িকা জয়তী চক্রবর্তী, সারোদবাদক দেবাঞ্জন চক্রবর্তী এবং তবলাবাদক বিভাস সাংহাই। এছাড়াও ছিলেন রাজ্য সরকারে যুগ্ম আবগারি কমিশনার তন্ময় চক্রবর্তী। মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন, মেয়র পারিষদ তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিষ কুমার, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বাসু, রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি সুপর্নানন্দ মহারাজ এবং কালচারাল সেক্রেটারি স্বামী প্রাণথানন্দ মহারাজ।

    অনুষ্ঠানটিতে এক হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন। সিংহী পার্ক ক্লাবের সদস্য এবং তাঁদের পরিবার পরিজনদের এই অনুষ্ঠানের পাস দেওয়া হয়েছিল। অন্য যাঁরা এই অনুষ্ঠানটিতে যোগ দিতে চেয়েছিলেন তাঁদের পাস কিনতে হয়েছিল। ১ মে-র মধ্যে অনুষ্ঠানের অতিথিদের পাস বিলি করে দেওয়া হয়েছিল।

    কবিগুরুর জন্মদিন ৯ মে কিন্তু ১৭ মে কেন রবীন্দ্র জয়ন্তী পালন করা হল? আজকাল ডট ইন-এর এই প্রশ্নের উত্তরে সিংহী পার্কের সহকারি কোষাধক্ষ্য জয়ন্ত গুছাইত জানান, ক্লাবের তরফ থেকে জিডি বিড়লা, উত্তম মঞ্চ ছাড়াও আরও অনেক জায়গায় যোগাযোগ করা হয়েছিল। কিন্তু কোথাও খালি পাওয়া যাচ্ছিল না। অবশেষে ১৭ মে তারিখে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার খালি পাওয়া যায়। তাই ওই দিনই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। এই বছরের উদ্যোগে যে পরিমাণ সাড়া মিলেছে তাতে আপ্লুত উদ্যোক্তারা। আগামীদিনে আরও বড় পরিসরে এই অনুষ্ঠানটি আয়োজন করতে চান তাঁরা।
  • Link to this news (আজকাল)