স্বামীর মৃত্যুর খবর পেয়ে আত্মঘাতী স্ত্রী! চাঞ্চল্য হাওড়ার বাগনানে
বর্তমান | ২১ মে ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: পথ দুর্ঘটনায় স্বামীর মৃত্যু! হাসপাতালে এসে সেই মৃত্যুর খবর শোনার পরই আত্মঘাতী স্ত্রী। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম টিঙ্কু প্রসাদ (২৫) ও রিম্পা প্রসাদ (২২)। বাড়ি হাওড়ার বাগনান থানার চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়েতের কানাইপুরে। পুলিস মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দেড়েক আগে টিঙ্কু ও রিম্পা প্রেম করে বিয়ে করে। পেশায় ইলেকট্রিশিয়ান টিঙ্কু গতকাল, সোমবার রাতে বন্ধুদের সঙ্গে কোলাঘাটে গিয়েছিল। গতকাল, রাতেই বাইকে চেপে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে ১৬ নং জাতীয় সড়কের উপর দেউলটির কাছে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি।আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে ও পরে তাঁকে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। যদিও শেষরক্ষা হয়নি। গতকাল, রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। এদিকে স্বামীর দুর্ঘটনার খবর পাওয়ার পরেই উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে ছুটে যান স্ত্রী রিম্পা। যদিও হাসপাতালে এসে তিনি জানতে পারেন স্বামীর মৃত্যু হয়েছে। সেই খবর শুনেই মানসিক ভাবে ভেঙে পড়েন রিম্পা। দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে যান। আজ, মঙ্গলবার সকালে উলুবেড়িয়া থানার ডোমপাড়া এলাকা থেকে রিম্পার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। টিঙ্কুর মায়ের দাবি ছেলের মৃত্যুর খবর শোনার পরেই পুত্রবধূ আত্মহত্যা করে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।