পাকিস্তানের সন্ত্রাসের কথা বিশ্বকে জানাতে অভিষেকই পছন্দ মমতার
দৈনিক স্টেটসম্যান | ২১ মে ২০২৫
বিশ্বের কাছে পাকিস্তানের সন্ত্রাস ও অপারেশন সিঁদুর নিয়ে বলার জন্য কেন্দ্রীয় সরকারের ডেলিগেশন টিমের প্রতিনিধি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এ বিষয়ে মমতাকে ফোন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তখনই অভিষেকের নাম প্রস্তাব করেছেন তৃণমূল সুপ্রিমো।
উল্লেখ্য, পাকিস্তানের কুকীর্তি বিশ্বের কাছে তুলে ধরতে সব দলের সাংসদদের নিয়ে বিশেষ দল গঠন করেছে কেন্দ্রীয় সরকার। মোট ৭টি দল গঠন করা হয়েছে। এই দলের একটিতে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের নাম রাখা হয়েছিল। কিন্তু রবিবার তাঁর নাম কেন্দ্রের প্রতিনিধি দল থেকে প্রত্যাহার করে নেয় তৃণমূল। এ বিষয়ে দলের কোনও পরামর্শ নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের বক্তব্য ছিল, তৃণমূলের অভ্যন্তরীন বিষয়ে কেন্দ্র বা বিজেপি কোনও সিদ্ধান্ত নিতে পারে না। এ বিষয়ে কেন্দ্রের তরফে আগে দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করার প্রয়োজন ছিল। কেন্দ্র অনুরোধ করলে তৃণমূল অবশ্যই প্রতিনিধি পাঠাত।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রিজিজুর সঙ্গে ফোনে কথা হওয়ার সময় কেন্দ্রীয় দলে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। দলের নেতৃত্বকে না জানিয়ে কীভাবে কেন্দ্র তৃণমূলের প্রতিনিধির নাম ঠিক করল সেই প্রশ্নও করেছিলেন। এ বিষয়ে মমতাকে কার্যত শান্ত করার চেষ্টা করেন কেন্দ্রীয় মন্ত্রী। পরে আলোচনার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন মমতা। জানা গিয়েছেন, অভিষেককে নিয়ে দুই পক্ষই ঐক্যমত্যে পৌঁছেছে।
উল্লেখ্য, সম্প্রতি ইউসুফ পাঠানের সঙ্গে কিরেন রিজিজু ফোনে যোগাযোগ করে প্রতিনিধি দলে তাঁর নাম থাকার বিষয়টি জানিয়েছিলেন। তাঁর পাসপোর্ট সংক্রান্ত নথিও চাওয়া হয়েছিল। যদিও বিষয়টি প্রকাশ্যে আসার পর পাঠানের নাম প্রত্যাহার করে নেয় তৃণমূল। নেতৃত্বের একাংশের দাবি, ইউসুফ পাঠান রাজনীতিতে নতুন এসেছেন। অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য, দেশ ও আন্তর্জাতিক বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল। সেই কারণে ইউসুফের পরিবর্তে অভিষেকের নাম প্রস্তাব করা হয়েছে।
মমতা প্রথম থেকেই দাবি করেছিলেন, জাতীয় নিরাপত্তার বিষয়ে সবসময় কেন্দ্রীয় সরকারের পাশেই থাকবে তৃণমূল। সোমবারও এই একই কথা জানিয়েছেন তিনি। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, তৃণমূলের অভ্যন্তরীন বিষয়ে কারও হস্তক্ষেপ সহ্য করা হবে না। অপরদিকে অভিষেকও বলেছিলেন, ”কেন্দ্র চাইলে এক ঘণ্টায় পাঁচ জনের নাম দিয়ে দেব। কিন্তু তা দল ঠিক করবে। অন্য কেউ নয়।’