সন্দীপ প্রামাণিক: আবহাওয়াবিভাগ অধিকর্তার নাম সোমনাথ দত্ত মঙ্গলবার বিকেলে জানান, উত্তর বাংলাদেশ একটি আপার এয়ারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে। আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর তার সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে দেখতে পাওয়া গিয়েছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উপরে বিস্তৃত। আরেকটি সিস্টেম দেখতে পাওয়া গেছে সেন্ট্রাল পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত। সবটাই কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার উপরে বিস্তৃত রয়েছে। তার ফলে জলীয়বাষ্পের প্রবেশ বেড়েছে আমাদের রাজ্যে তার ফলে আমাদের রাজ্যে বৃষ্টিপাতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলা ভারী বর্ষণের সম্ভাবনা সেই সাথে থাকবে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কোথাও আবার ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। বেশ কিছু জেলায় উত্তরবঙ্গে কমলা সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার দিনাজপুর দক্ষিণ দিনাজপুর।
আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে থাকবে দমকা হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘন্টা প্রতিবেগে। কোথাও আবার ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগেও দমকা হাওয়া দেখতে পাওয়া যাবে দক্ষিণবঙ্গে। দক্ষিণ বঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ২১ তারিখ ২২ তারিখ এবং ২৩ তারিখ এই তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে থাকবে দমকা হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে।
২১ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গেও প্রত্যেক দিনেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও 40 থেকে 50 কিলোমিটার ঘন্টা বেগে কোথাও আবার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ২১ তারিখে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে উত্তর দিনাজপুর। ২২ তারিখের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ তারিখে ভারী বর্ষণের সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে থাকবে দমকা হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টা।
আজ নদিয়া এবং ২৪ পরগনা হাওড়া কলকাতা সহ ইস্ট মেদিনীপুরে হাওড়া হুগলি কলকাতা এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২২ তারিখে দক্ষিণ বঙ্গের কিছু কিছু স্থানে স্কেটের রেন ফলের সম্ভাবনা রয়েছে। ২৩ তারিখে দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ফেয়ার্লি উইড স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।