মৌমিতা চক্রবর্তী: অপারেশন সিঁদুরের পর রাতারাতি খবরের শিরোনামে জনপ্রিয় ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রা। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সেই জ্যোতির সঙ্গেই সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের ফেক ছবি ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। পুলিসে অভিযোগ দায়ের করলেন বাম নেতা। তাঁর দাবি, উদ্দেশ্য়প্রণোদিত ভাবে ফেক ছবিটি ছড়ানো হচ্ছে।
আজ, মঙ্গলবার ফেসবুকে সৃজন লিখেছেন, 'সম্প্রতি আমার নজরে এসেছে, এক এসএফআই কর্মীর সাথে আমার তোলা একটি ছবিকে বিকৃত করে সেখানে পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে ধৃত জ্যোতি মালহোত্রার মুখ বসিয়ে অত্যন্ত নিম্নমানের কুরুচিকর প্রচার চালাচ্ছে কিছু লোক। এই বিকৃত ছবিটি আমার দল ও আমার সম্মানহানি করেছে। বামপন্থী ও যুক্তিবাদীদের উপর আক্রমণ এই প্রথম নয়। যারা রাজনৈতিক প্রশ্নে আমাদের সাথে যুক্তিতর্কের লড়াইতে জিততে অক্ষম, তারাই এমন ঘৃণা ও বিদ্বেষের চাষ করে। আমি আজ কলকাতা পুলিশের সাইবার ক্রাইম দফতরে এফআইআর করেছি। আশা করব, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এই মিথ্যেবাদীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে'।
'যুদ্ধ' শেষ। ভারত ও পাকিস্তানের মধ্যে আপাতত সংঘর্ষবিরতি চলছে। তবে চুপ করে বসে নেই নয়াদিল্লি। পাক গুপ্তচরদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কেন্দ্র। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন ইউটিউবারকে। তাঁদের মধ্যেই অন্যতম হরিয়ানা জ্যোতি মালহোত্রা। দন্তে হরিয়ানা তরুণী জ্যোতি নিয়ে প্রায় রোজই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এ রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ভিডিয়ো বানাতেন জ্যোতি। বস্তুত, বাংলাতেও ঘুরে গিয়েছিলেন তিনি।